কারমেল হাই স্কুল ফর গার্লস-এ সরকারি পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগের নিউজ প্রকাশিত হয়েছে

Getting your Trinity Audio player ready...

কারমেল হাই স্কুল ফর গার্লস-এ নিম্নলিখিত পদে সরকারি/বেসরকারি জব নিউজ প্রকাশিত হয়েছে:

পোস্ট নাম:

1. প্রিন্সিপাল (1 টি পদ)
2. সাইন্স টিচার (1 টি পদ)

মোট পদ: 2 টি

শেষ আবেদনের তারিখ: 12 আগস্ট 2023

সর্বোচ্চ বয়স ও যোগ্যতা:

– প্রধান শিক্ষিকার পদের জন্য: কোনো উচ্চতর বয়স মর্যাদা উল্লেখ করা হয়নি। কিন্তু সহকারী শিক্ষক হিসাবে ন্যূনতম 10 বছর বা তার বেশি অভিজ্ঞতা প্রয়োজন।

– বিজ্ঞান গ্রুপের জন্য: কোনো উচ্চতর বয়স মর্যাদা উল্লেখ করা হয়নি। পদের জন্য B.Sc. (পাস/অনার্স) ও বিএড প্রয়োজন।

READ MORE  সাউথ চব্বিশ পরগনা স্কুলে সরকারি ভাবে 15 জন কর্মী নিয়োগ

পদের ধরণ: সরকারিআবেদন ঠিকানা:

আবেদন ঠিকানা:

কেওরাপুকুর, 40 কৃষ্ণনগর, পি.ও.: আর.সি. ঠাকুরানি, পি.এস.: হরিদেবপুর, 24 পৃ. (দক্ষিণ), কলকাতা-700104

আবেদন পদ্ধতি

সমস্ত যাবতীয় ডকুমেন্টস সহ কারেন্ট ফটো এবং নিজস্ব কারেন্ট সিভি নিম্নের ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে আগামী ১৫ দিনের মধ্যে ।


জব লোকেশন: কেওরাপুকুর, 40 কৃষ্ণনগর, পি.ও.: আর.সি. ঠাকুরানি, পি.এস.: হরিদেবপুর, 24 পৃ. (দক্ষিণ), কলকাতা-700104

আবেদন পত্র পাঠানোর ঠিকানা: উপরের ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে ।

সূত্র: উল্লেখিত ঠিকানা থেকে ও স্টেটম্যান থেকে আমি এই খবরটি সংগ্রহ করেছি।

কোনরকম প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো।

অফিসিয়াল Advertisement

2 thoughts on “কারমেল হাই স্কুল ফর গার্লস-এ সরকারি পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগের নিউজ প্রকাশিত হয়েছে”

Leave a Reply to Rumki DasCancel reply

Scroll to Top