প্রাইমারী স্কুলে সরকারি ভাবে ৮ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ

হ্যালো বন্ধুরা একটি ভাল গুরুত্বপূর্ণ খবর তোমাদের জন্য, বাংলা মিডিয়াম প্রাইমারি স্কুলের তরফ থেকে ৮ টি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে । যার মধ্যে একটি পদ হেডমাস্টার বা হেড মিস্ট্রেস এর জন্য এবং বাকি সাতটি পদ অ্যাসিস্ট্যান্ট শিক্ষক শিক্ষিকার জন্য। 

বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে ১৯শে জুলাই “আজকাল পত্রিকা” তে এবং আবেদন করার শেষ তারিখ বলা হয়েছে চৌঠা আগস্ট ২০২৩ ।

যোগ্যতা :

শিক্ষক শিক্ষিকা পদে আবেদন করার জন্য যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েশনে অথবা ক্লাস টুয়েলভে ফিফটি পার্সেন্ট মার্কস এবং সঙ্গে বি এড অথবা ডিএড । হেড মিস্ট্রেস পদের জন্য তিন বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করা রয়েছে ।

স্কুল দুটির নাম হল কেওড়াপুকুর ইউ সি এন আই গার্লস প্রাইমারি স্কুল যেটি কলকাতাতে অবস্থিত এবং আরেকটি স্কুলের নাম হলো সেন্ট গ্যাব্রিয়ালস প্রাইমারি স্কুল । তোমাদের বা আপনাদের সুবিধার্থে নিউজ পেপারে বেরনো বিজ্ঞপ্তি টি নিচে যুক্ত করা হলো আপনারা ডিটেলসটি এখান থেকেও দেখে নিতে পারেন।

READ MORE  4th July 2023 চাকরীর টুকরো খবর (টিচিং)

ডিটেইলস :



সেন্ট গ্যাব্রিয়েলস (সহায়তাপ্রাপ্ত) প্রাথমিক বিদ্যালয়, PO- Canning, PS- Canning, Dist- S 24 pgs, Pin- 743329, সম্পূর্ণরূপে সরকারি।  সাহায্যপ্রাপ্ত খ্রিস্টান সংখ্যালঘু বাংলা মাধ্যম প্রাথমিক বিদ্যালয় যোগ্য প্রার্থীদের কাছ থেকে 2 (দুই) সহকারী শিক্ষকের G.O No.198-SE/E/10R- 1/2015 তারিখ অনুযায়ী 3রা মার্চ 2016 তারিখে আবেদন আমন্ত্রণ জানায়। প্রয়োজনীয় যোগ্যতা: H.S-এর 50% নম্বর।  (XII) বা এর সমতুল্য।  পরীক্ষা (SC/ST/OBC-এর জন্য 45% নম্বর) এবং 2 বছরের D.EL.Ed/BEd।  সর্বশেষ ROPA- 2019 অনুযায়ী বেতনের স্কেল। 01-01-2023 তারিখে বয়স 20 বছর থেকে 40 বছর (W.B সরকারি নিয়ম অনুযায়ী SC/ST/OBC এবং অন্যান্য বিভাগের জন্য বয়সের শিথিলতা)।  E.P.I.C./Aadhar Card-এর কপি সহ সমস্ত প্রশংসাপত্রের 2 (দুই) সেট স্ব-প্রত্যয়িত কপি সহ ডাকযোগে প্রকাশের তারিখ থেকে 15 দিনের মধ্যে সচিবের কাছে আবেদন করুন মানদণ্ডের উপরে একটি সম্পূর্ণ আবেদন বৈধ আবেদন হিসাবে মঞ্জুর করা হবে।

READ MORE  পশ্চিম মেদিনীপুর জেলায় কর্মী নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে, মাসিক বেতন ১৪০০০ টাকা


গ্যাব্রিয়েলস (সহায়তাপ্রাপ্ত) প্রাথমিক বিদ্যালয়

PO+PS-ক্যানিং, Dist- S 24 Pgs, Pin-743329

কেওরাপুকুর U.C.N.I বালিকা প্রাথমিক বিদ্যালয়, 36, মহাত্মা গান্ধী রোড, পশ্চিমপুটিয়ারি, P.S- হরিদেবপুর, কলকাতা- 700082 সম্পূর্ণরূপে সরকারি। সাহায্যপ্রাপ্ত খ্রিস্টান সংখ্যালঘু বাংলা মাধ্যম প্রাথমিক বিদ্যালয় শূন্য পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আমন্ত্রণ জানিয়েছে 1 (এক) প্রধান শিক্ষক যে কোনো স্বীকৃত প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে 3 বছরের অবিচ্ছিন্ন পাঠদানের অভিজ্ঞতা এবং 5 (পাঁচ) জন সহকারী শিক্ষকের G.O নম্বর 198- অনুযায়ী SE/E/10R-1/2015 তারিখ 3রা মার্চ 2016। প্রয়োজনীয় যোগ্যতা: H.S-এর 50% নম্বর। (XII) ওরিট সমমানের পরীক্ষা (SC/ST/OBC-এর জন্য 45% নম্বর) এবং 2 বছরের D.EL.Ed/BEd। সর্বশেষ ROPA-2019 অনুযায়ী বেতনের স্কেল। 01-01-2023 তারিখে বয়স 20 বছর থেকে 40 বছর (W.B সরকারী বিধি অনুসারে SC/ST/OBC এবং অন্যান্য বিভাগের জন্য বয়সের শিথিলতা) শুধুমাত্র 2-এর সাথে পোস্টের মাধ্যমে প্রকাশের তারিখ থেকে 15 দিনের মধ্যে সচিবের কাছে আবেদন করুন ( দুই) E.P.I.C./ আধার কার্ডের কপি সহ সমস্ত প্রশংসাপত্রের স্ব-প্রত্যয়িত কপিগুলির সেট। উপরোক্ত মানদণ্ডের একটি সম্পূর্ণ আবেদন বৈধ আবেদন হিসাবে মঞ্জুর করা হবে।

READ MORE  10 home remedies to avoid swine flu

সচিব কেওড়াপুকুর U.C.N.I বালিকা প্রাথমিক বিদ্যালয়। 36, মহাত্মা গান্ধী রোড, পশ্চিম পুটিয়ারি, পিএস হরিদেবপুর, কোল-700082

ভিডিও ইনফো 👆

4 thoughts on “প্রাইমারী স্কুলে সরকারি ভাবে ৮ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ”

    1. প্রথমে আবেদন করবেন সঠিক ভাবে > তারপরে তারা বাছায় করা ক্যান্ডিডেটদেরকে চিঠি মারফত বা মেইল মারফত বা ফোন কলের মাধ্যমে জানাবে এবং তারপরে রিটেন এক্সামিনেশন হবে। যেহেতু সরকারি নিয়োগ হচ্ছে এবং লাস্টে ইন্টারভিউ ডেমোস্ট্রেশন কমপ্লিট করে রিক্রুটমেন্ট হবে।

    2. আবেদনের পরে তারা মেইল বা চিঠি বা ফোন মারফত আপনাকে পরীক্ষার ডেট জানাবে, রিটেন এক্সামিনেশন পাশ করলে ভাইবা এবং ডেমোস্ট্রেশন হবে সেইখানে কোয়ালিফাই করলে তারপরে সিলেকশন হবে।

Leave a Reply to Koushik BiswasCancel reply

You cannot copy content of this page

Scroll to Top