পশ্চিমবঙ্গ বিচার বিভাগীয় পরিষেবা পরীক্ষা ২০২৩ – সিভিল জাজ (জুনিয়র ডিভিশন) নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক সংস্থা: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)
বিজ্ঞপ্তি নং: 19/2023
অফিসিয়াল ওয়েবসাইট: https://pscwb.org.in

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) ২০২৩ সালের বিচার বিভাগীয় পরিষেবা পরীক্ষার (West Bengal Judicial Service Examination 2023) জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষার মাধ্যমে সিভিল জাজ (জুনিয়র ডিভিশন) পদে একাধিক প্রার্থী নিয়োগ করা হবে।
শূন্যপদ
মোট শূন্যপদ সংখ্যা ৫৪। এর মধ্যে রয়েছে –
সাধারণ প্রার্থী – ২৩
অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি (EWS) – ০৫
তপশিলি জাতি (SC) – ১২
তপশিলি উপজাতি (ST) – ০৩
ওবিসি (A) – ০৬
ওবিসি (B) – ০৩
প্রতিবন্ধী প্রার্থী (PwBD) – ০২
বেতন কাঠামো
২৭,৭০০ টাকা – ৪৪,৭৭০ টাকা (Pre-revised Pay Scale) + অন্যান্য ভাতা
পরীক্ষার ধাপসমূহ
১. প্রাথমিক পরীক্ষা (ডিসেম্বর ২০২৫, কলকাতা ও দার্জিলিং)
২. মূল লিখিত পরীক্ষা (সম্ভাব্য জানুয়ারি ২০২৬)
৩. ব্যক্তিত্ব পরীক্ষা (ইন্টারভিউ, কলকাতায় WBPSC অফিসে)
শিক্ষাগত যোগ্যতা
ভারতীয় নাগরিক হতে হবে
আইন বিষয়ে স্নাতক ডিগ্রি (Law Degree)
বাংলা পড়া, লেখা ও বলার যোগ্যতা থাকতে হবে
👉 বিস্তারিত জানতে ভিজিট করুন: https://pscwb.org.in
—
বিহার স্কুল শিক্ষক নিয়োগ ২০২৫ – মোট ৯৩৫টি শূন্যপদ
প্রকাশক সংস্থা: বিহার পাবলিক সার্ভিস কমিশন (BPSC)
বিজ্ঞপ্তি নং: 87/2025
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.bpsc.bih.nic.in
বিহার স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে ২০২৫ সালের জন্য মোট ৯৩৫টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শূন্যপদ বিভাজন
সাধারণ প্রার্থী – ৩৭৪
অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি (EWS) – ১০৫
তপশিলি জাতি (SC) – ১৫০
তপশিলি উপজাতি (ST) – ১০
অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) – ১১২
অত্যন্ত অনগ্রসর শ্রেণি (EBC) – ১৭২
অনগ্রসর মহিলা – ১১২
প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আলাদা শূন্যপদও সংরক্ষিত রয়েছে।
বেতন কাঠামো
Rs. 29,200/- (Pay Level অনুযায়ী) + সরকারি নিয়মে অন্যান্য ভাতা
পরীক্ষার ধাপ
১. লিখিত পরীক্ষা (সাধারণ অধ্যয়ন ও বিষয়ভিত্তিক প্রশ্ন)
২. ইন্টারভিউ
👉 বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.bpsc.bih.nic.in
—
🔔 সব চাকরির আপডেট সবার আগে পেতে ভিজিট করুন 👉 https://porashuno.org
আমাদের অফিসিয়াল প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হয়ে সবসময় আপডেট থাকুন –
📲 WhatsApp Group:
https://chat.whatsapp.com/GdZghuoc0HPBmkiyBeReAy
📢 Telegram Channel:
https://t.me/PorashunoOfficial
▶️ YouTube Channel: https://youtube.com/@porashuno?si=fItsQBcBwsiXqeBc
🌐 Facebook Profile: https://www.facebook.com/profile.php?id=100091352285314&mibextid=ZbWKwL