🎓 বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ | রাজ্যের চাকরিপ্রার্থীদের বড় সুযোগ
©PoraShuno
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর।
পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান -এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সংশ্লিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিভাগে একাধিক শূন্যপদ পূরণ করা হবে।
🏛️ কোন কোন পদে নিয়োগ হবে
এই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ করা হবে—
• Assistant Professor / Associate Professor
• Assistant Librarian
মোট শূন্যপদ: ৮টি
এর মধ্যে
• Assistant Professor পদে একাধিক শূন্যপদ
• Assistant Librarian পদে ১টি শূন্যপদ
©PoraShuno
📚 কোন কোন বিষয়ে নিয়োগ
বিভিন্ন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হবে, যেমন—
• গণিত
• রাষ্ট্রবিজ্ঞান
• কম্পিউটার সায়েন্স
• বিজনেস স্টাডিজ
এই পদগুলি মূলত Centre for Distance and Online Education (CDOE) বিভাগের অধীনে।
🎓 শিক্ষাগত যোগ্যতা
• সংশ্লিষ্ট বিষয়ে UG / PG ডিগ্রি
• NET / SLET / PhD থাকলে অগ্রাধিকার
• UGC / NCTE / AICTE অথবা পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকতে হবে
• Assistant Librarian পদের জন্য সংশ্লিষ্ট ডিগ্রি আবশ্যিক
🎯 বয়সসীমা
• প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে
💰 বেতন কাঠামো
• মাসিক বেতন: প্রায় ₹৪০,০০০ টাকা
(বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বেতন প্রদান করা হবে)
©PoraShuno
📝 কীভাবে করবেন আবেদন
আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে।
📅 আবেদনের শেষ তারিখ:
২৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে
নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সংযুক্ত করে ডাকযোগে পাঠাতে হবে।
📮 আবেদন পাঠানোর ঠিকানা:
Office of the Director
Centre for Distance and Online Education
The University of Burdwan
Golapbag, Burdwan – 713104
💵 আবেদন ফি
• General ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি: ₹১৫০০
• সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য হতে পারে
⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা
• নির্ধারিত সময়ের পরে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না
• অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে
• নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে থাকবে
©PoraShuno
🔔 এই ধরনের বিশ্ববিদ্যালয় নিয়োগ ও শিক্ষক চাকরির খবর সবার আগে পেতে যুক্ত থাকুন পড়াশুনো (PoraShuno)-র সঙ্গে
🌐 ওয়েবসাইট: https://www.PoraShuno.org
▶️ ইউটিউব: https://www.youtube.com/@porashuno
📢 টেলিগ্রাম: https://t.me/PorashunoOfficial
💬 WhatsApp গ্রুপ: https://chat.whatsapp.com/GdZghuoc0HPBmkiyBeReAy
👥 ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/2675492765969321/?ref=share&mibextid=NSMWBT
©পড়াশুনো
👉 অনুরোধ, আপনার পরিচিত যোগ্য শিক্ষক ও গবেষক বন্ধুদের এই খবরটি অবশ্যই জানিয়ে দিন।
🔍 কিওয়ার্ড ও হ্যাশট্যাগ
Burdwan University Recruitment, University of Burdwan Assistant Professor Job, West Bengal University Vacancy, Assistant Professor Recruitment 2026, University Teaching Job WB, Higher Education Job, Assistant Librarian Vacancy, PoraShuno, পড়াশুনো, porasona, porashona, porasuna, porashuna, পড়াশুনা, porasuno
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিয়োগ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে
প্রতিবেদন: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বর্ধমান বিশ্ববিদ্যালয়। সেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৮ শূন্যপদে অ্যাসিসট্যান্ট প্রফেসর বা সহকারী প্রফেসর ও অ্যাসিসট্যান্ট লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্য সেন্টার ফর ডিস্ট্যান্স অ্যান্ড অনলাইন এডুকেশন বিভাগে পূর্ণ সময়ের জন্য চুক্তিভিত্তিক অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। গণিত, রাষ্ট্রবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, বিএডের জন্য অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। সব ক’টি বিভাগে শূন্যপদ ২টি করে। মোট শূন্যপদ ৮। অ্যাসিসট্যান্ট লাইব্রেরিয়ান পদে শূন্যপদ ১। পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার মিলবে। ইউজিসি/এনসিটিই/এআইসিটিই/পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দফতর নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিএডের জন্য
এনসিটিই নিয়ম অনুযায়ী বিএড ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৪০ হাজার টাকা করে।
কীভাবে করবেন আবেদন
২৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট ফরম্যাটে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়–“Office of the Director- Centre for Distance and Online Education-The University of Burdwan Golapbag- Burdwanéôé713104” 1 জেনারেল ক্যাটাগরির পড়ুয়াদের ১৫০০ টাকা আর সংরক্ষিত আসনের