✨📢 নামী বেসরকারি স্কুলে বড় নিয়োগের সুযোগ – মুর্শিদাবাদে শিক্ষক-শিক্ষাকর্মী নেওয়া হবে 📢✨
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: রাজ্যের প্রথম সারির নামী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওয়েজ ফ্যামিলি স্কুল (Oyez Family School) থেকে বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ হবে বিদ্যালয়ের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগে। বিভিন্ন বিষয়ে শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষাকর্মী পদে বহু সংখ্যক ছেলেমেয়ে নেওয়া হবে বলে স্কুল কর্তৃপক্ষ ঘোষণা করেছে।
👉 বিশেষভাবে জানানো হয়েছে, এই নিয়োগ হবে রঘুনাথগঞ্জ ও সাগরদীঘি শাখায়। আবেদনকারীদের মধ্যে যারা স্নাতক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা সকলেই আবেদন করতে পারবেন। যোগ্য প্রার্থীদের বেতন নির্ধারিত হবে তাঁদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে। অর্থাৎ, যত বেশি যোগ্যতা ও অভিজ্ঞতা, তত ভালো বেতনের সুযোগ থাকছে।
📌 প্রার্থীদেরকে তাঁদের বিস্তারিত সিভি/বায়ো-ডাটা পাঠাতে হবে শুধুমাত্র ই-মেলের মাধ্যমে।
📧 ই-মেল পাঠানোর ঠিকানা: oyezfamilyschool@gmail.com
🗓️ আবেদন করার শেষ তারিখ: ০৪ অক্টোবর, ২০২৫।
যে সমস্ত প্রার্থীরা সরাসরি যোগাযোগ করতে চান, তাঁরা নিচের নাম্বারে ফোন করতে পারেন –
☎️ রঘুনাথগঞ্জ শাখা: 03483-796794
☎️ সাগরদীঘি শাখা: 03483-299932
এবারকার এই নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষিত তরুণ-তরুণীদের কাছে এক বিশাল সুযোগ এনে দিয়েছে। মুর্শিদাবাদ জেলার পাশাপাশি আশেপাশের এলাকার প্রার্থীরাও এর থেকে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। তাই আর দেরি না করে আজই আবেদন করে ফেলুন।
✅ সবাইকে জানিয়ে সাহায্য করুন যাতে আপনার পরিচিত বন্ধুরা এই সুযোগটি কাজে লাগাতে পারে।
🔗 আরো চাকরির খবর ও বিশদ আপডেট পেতে যুক্ত থাকুন পড়াশুনো (PoraShuno) চ্যানেল ও আমাদের অফিসিয়াল গ্রুপগুলোতে –
- 🌐 ওয়েবসাইট: www.PoraShuno.org
- ▶️ ইউটিউব: www.youtube.com/@porashuno
- 📲 টেলিগ্রাম: https://t.me/PorashunoOfficial
- 📲 WhatsApp: https://chat.whatsapp.com/GdZghuoc0HPBmkiyBeReAy
- 📘 ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/2675492765969321/?ref=share&mibextid=NSMWBT
✨📚 সবসময় পাশে থাকবে ©পড়াশুনো (PoraShuno) ✨