পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন
আচার্য সদন, 11 ও 11/1, ব্লক-EE, সল্টলেক, কলকাতা – 700091
নোটিশ
মেমো নং: 1593/7016/CSSC/ESTT/2025
তারিখ: ২২-০৮-২০২৫
বিষয়: পোর্টাল পুনরায় খোলার বিজ্ঞপ্তি (১০ দিনের জন্য) — মাননীয় ভারতের সুপ্রিম কোর্টের ২১.০৮.২০২৫ তারিখের আদেশ (ডায়েরি নং ৪৫০৪৯/২০২৫, Bibek Paria & Ors. মামলার প্রেক্ষিতে)।
মাননীয় সুপ্রিম কোর্টের ২১.০৮.২০২৫ তারিখের আদেশের আলোকে, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন কর্তৃক ২য় SLST, ২০২৫ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১০ (দশ) দিনের বিশেষ সময়সীমা নির্ধারণ করা হলো।
এই সুবিধা পাবেন—
- সেই সকল প্রার্থী যারা বিনা দোষে নির্বাচিত ও নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং যাদেরকে ৩১.১২.২০২৫ পর্যন্ত পরিষেবায় অব্যাহত থাকার অনুমতি দেওয়া হয়েছে।
- এঁরা নতুনভাবে প্রবর্তিত ন্যূনতম ৫০% নম্বর (গ্রাজুয়েশন ও পোস্ট-গ্রাজুয়েশন স্তরে) অর্জনের যোগ্যতা মেনে চলতে বাধ্য থাকবেন না।
⚠️ যেসব প্রার্থী ইতিমধ্যেই আবেদন করেছেন এবং অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
🗓️ সময়সূচি (Schedule)
- আবেদন করার সময়সীমা:
২৩ আগস্ট, ২০২৫ (সন্ধ্যা) থেকে ২ সেপ্টেম্বর, ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত
(পেমেন্ট উইন্ডো খোলা থাকবে রাত ১১:৫৯ পর্যন্ত) - অ্যাডমিট কার্ড ডাউনলোড:
৩ সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা থেকে - লিখিত পরীক্ষা:
- ৭ সেপ্টেম্বর, ২০২৫ → ক্লাস IX-X
- ১৪ সেপ্টেম্বর, ২০২৫ → ক্লাস XI-XII
(পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে, কারণ ২১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে মহালয়ার মাধ্যমে উৎসবকাল শুরু হচ্ছে। তাই সময়সীমা রক্ষা করার স্বার্থে আগের মতোই পরীক্ষার দিন নির্ধারিত থাকবে।)

সচিব
পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন