Getting your Trinity Audio player ready...
|
✅ অফিসে দেরির ১০টা বিশ্বাসযোগ্য অজুহাত:
- “স্যার, আজ সকালে আমাদের পাড়ার এক দাদু হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, পাশে থাকতে হল একটু। তাই দেরি হয়ে গেল।”
- “স্কুটিটা হঠাৎ স্টার্ট নিচ্ছিল না, ব্যাটারির প্রবলেম হয়েছে মনে হল। ঠেলেই গ্যারেজে নিয়ে যেতে হল।”
- “আজ জল আসেনি একদম সকালে, পুরো তৈরি হতে টাইম লেগে গেল।”
- “মেট্রো/ট্রেনে টেকনিক্যাল সমস্যার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। ট্রাফিকও বেশ ছিল।”
- “রাস্তার মাঝে ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই পুরো রোড ব্লক হয়ে যায় কিছুক্ষণ।”
- “আজ সকালে ভাইপোর স্কুলে একটা জরুরি গার্ডিয়ান মিটিং ছিল, সেটা ম্যানেজ করতে গিয়ে দেরি হয়ে গেল।”
- “কাল রাত থেকে শরীরটা একটু খারাপ লাগছিল, সকালে উঠে ফ্রেশ হতে সময় লেগে গেল। এখন একটু ভালো আছি।”
- “অটো পাচ্ছিলাম না আজকে একদম, তাই হেঁটেই অনেকটা আসতে হয়েছে।”
- “ভোটার কার্ড/আধার সংশোধন করাতে গিয়েছিলাম, আগেই অ্যাপয়েন্টমেন্ট ছিল, একে তো ক্যানসেলও করা যাচ্ছিল না।”
- “বাড়ি থেকে বেরিয়ে দেখি ব্যাগটাই রেখে বেরিয়ে পড়েছি, আবার ফিরে যেতে হয়েছে। তাতেই দেরি।”
📌 পরামর্শ:
এইসব অজুহাত ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন, যেন একই কথা বারবার না বলেন। এবং মাঝে মাঝে নিজে থেকেই বলুন — “কাল একটু আগে বেরোব, স্যার।” এতে বিশ্বাসযোগ্যতা বাড়ে।