অফিসে দেরির ১০টা বিশ্বাসযোগ্য অজুহাত

Getting your Trinity Audio player ready...

✅ অফিসে দেরির ১০টা বিশ্বাসযোগ্য অজুহাত:

  1. “স্যার, আজ সকালে আমাদের পাড়ার এক দাদু হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, পাশে থাকতে হল একটু। তাই দেরি হয়ে গেল।”
  2. “স্কুটিটা হঠাৎ স্টার্ট নিচ্ছিল না, ব্যাটারির প্রবলেম হয়েছে মনে হল। ঠেলেই গ্যারেজে নিয়ে যেতে হল।”
  3. “আজ জল আসেনি একদম সকালে, পুরো তৈরি হতে টাইম লেগে গেল।”
  4. “মেট্রো/ট্রেনে টেকনিক্যাল সমস্যার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। ট্রাফিকও বেশ ছিল।”
  5. “রাস্তার মাঝে ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই পুরো রোড ব্লক হয়ে যায় কিছুক্ষণ।”
  6. “আজ সকালে ভাইপোর স্কুলে একটা জরুরি গার্ডিয়ান মিটিং ছিল, সেটা ম্যানেজ করতে গিয়ে দেরি হয়ে গেল।”
  7. “কাল রাত থেকে শরীরটা একটু খারাপ লাগছিল, সকালে উঠে ফ্রেশ হতে সময় লেগে গেল। এখন একটু ভালো আছি।”
  8. “অটো পাচ্ছিলাম না আজকে একদম, তাই হেঁটেই অনেকটা আসতে হয়েছে।”
  9. “ভোটার কার্ড/আধার সংশোধন করাতে গিয়েছিলাম, আগেই অ্যাপয়েন্টমেন্ট ছিল, একে তো ক্যানসেলও করা যাচ্ছিল না।”
  10. “বাড়ি থেকে বেরিয়ে দেখি ব্যাগটাই রেখে বেরিয়ে পড়েছি, আবার ফিরে যেতে হয়েছে। তাতেই দেরি।”
READ MORE  ডি. গুকেশ: সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়ে ভারতের ইতিহাসে নতুন অধ্যায়।।

📌 পরামর্শ:
এইসব অজুহাত ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন, যেন একই কথা বারবার না বলেন। এবং মাঝে মাঝে নিজে থেকেই বলুন — “কাল একটু আগে বেরোব, স্যার।” এতে বিশ্বাসযোগ্যতা বাড়ে।

Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top