কেন্দ্রীয় সরকারের অধীনে ১৪,৫৮২ শূন্যপদে বিশাল নিয়োগ! SSC CGL পরীক্ষার মাধ্যমে স্বপ্নপূরণের সুবর্ণ সুযোগ

📢 কেন্দ্রীয় সরকারের অধীনে ১৪,৫৮২ শূন্যপদে বিশাল নিয়োগ! SSC CGL পরীক্ষার মাধ্যমে স্বপ্নপূরণের সুবর্ণ সুযোগ 🇮🇳💼

📍 নিজস্ব প্রতিনিধি, কলকাতা:
স্টাফ সিলেকশন কমিশন (SSC)-এর তরফ থেকে ১৪,৫৮২টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৯ জুন, ২০২৫ তারিখে। এই নিয়োগ হবে SSC CGL (Combined Graduate Level) পরীক্ষার মাধ্যমে। সারা দেশের যেকোনো রাজ্যের পুরুষ ও মহিলা চাকরিপ্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। 🧑‍🎓👩‍💼


🔹 পরীক্ষার নাম: SSC Combined Graduate Level (CGL)
🔹 মোট শূন্যপদ: ১৪,৫৮২ টি
🔹 চাকরির ধরন: কেন্দ্রীয় সরকারি চাকরি
🔹 আবেদনের শেষ তারিখ: ৪ জুলাই, ২০২৫ 🗓️


🎯 যে সমস্ত পদে নিয়োগ হবে:

✔️ Assistant Section Officer
✔️ Income Tax Inspector
✔️ Inspector (Preventive Officer)
✔️ Inspector (Examiner)
✔️ Assistant Enforcement Officer
✔️ Sub Inspector
✔️ Divisional Accountant
✔️ Section Head
✔️ Executive Assistant
✔️ Junior Officer
✔️ Auditor
✔️ Accountant
✔️ Postal Assistant
✔️ Upper Division Clerk
…এছাড়াও একাধিক সম্মানজনক পদে নিয়োগ করা হবে।

READ MORE  23rd July 2023 চাকরীর টুকরো খবর (শিক্ষকতা বাদে অন্যান্য Vacancy)

🎓 শিক্ষাগত যোগ্যতা:

✅ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েট হতে হবে।
✅ কিছু নির্দিষ্ট পদের জন্য বিশেষ যোগ্যতা প্রয়োজন হতে পারে।


📅 বয়সসীমা:

🔸 ন্যূনতম ১৮ বছর
🔸 সর্বোচ্চ ২৭-৩২ বছর (পদের ভিত্তিতে ভিন্ন)
🔸 সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য।


🧪 নিয়োগ প্রক্রিয়া:

📌 নিয়োগ সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশন-এর মাধ্যমে সম্পন্ন হবে।

READ MORE  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ের সান্ধ্যকালীন কোর্সে ভর্তি চলছে

🖥️ পরীক্ষার ধরন:
🔹 CBT-1 (প্রথম ধাপ)
🔹 CBT-2 (দ্বিতীয় ধাপ)
এরপর প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে পদে নিয়োগ দেওয়া হবে।


📝 আবেদন পদ্ধতি:

🔗 আবেদন করতে হবে SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে:
🌐 www.ssc.gov.in

📌 আবেদনপত্র জমা দেওয়ার পাশাপাশি আবেদন মূল্য ও সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে ৪ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে।


📌 গুরুত্বপূর্ণ তথ্য:

✔️ অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে
✔️ নিজের ফটো, সই, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট স্ক্যান করে রাখতে হবে
✔️ ভুল বা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে


🎯 এই সুযোগে আপনার সরকারি চাকরির স্বপ্ন বাস্তব করুন! এখনই আবেদন করুন!!

📢 আরও এমন চাকরির খবরে আপডেট থাকতে প্রতিদিন ভিজিট করুন:

READ MORE  WBPDCL নিয়োগ 2023 : Apply Online for 60 Graduate Apprentice & Diploma Apprentice Posts

🌐 ওয়েবসাইট: www.PoraShuno.org
▶️ ইউটিউব: youtube.com/@porashuno
📲 টেলিগ্রাম: https://t.me/PorashunoOfficial
📞 WhatsApp: https://chat.whatsapp.com/GdZghuoc0HPBmkiyBeReAy
👥 ফেসবুক গ্রুপ: Facebook Group লিংক


📨 বন্ধুদের সঙ্গে শেয়ার করুন SSC CGL নিয়োগের এই গুরুত্বপূর্ণ তথ্য – চাকরির স্বপ্নপূরণে আমরা পাশে আছি সবসময়!

📢 **©পড়াশুনো – সরকারি চাকরির নিশ্চিন্ত পথপ্রদ

Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top