2nd SLST ফর্ম পূরণের গুরুত্বপূর্ণ বিষয়:

এক নজরে 2nd SLST ফর্ম পূরণের গুরুত্বপূর্ণ বিষয়:


১) ২০১৬ সালের রোল নম্বর লাগবে যে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা বয়সের ছাড় নেবেন তাদের জন্য।
২) ফর্ম পূরণ করতে গিয়ে কোন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে না।
৩) অনার্স গ্রাজুয়েট প্রার্থীরা শুধু অনার্স অথবা পাশ অনার্স মিলিয়ে নম্বর দিতে পারো।
৪) নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণী দুটোতেই আবেদন করতে কোন বাধা নেই। তবে পরীক্ষা একই সময় হবে কিনা তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
৫) হাইস্কুলের পার্মানেন্ট শিক্ষক শিক্ষিকা/প্যারা টিচার/Di Approved অস্থায়ী শিক্ষকরা অভিজ্ঞতার নম্বর পাবে।
৬) বিএড থাকলেই হবে, তুমি যে বিষয়ে আবেদন করবে বিএড মেথড বিষয় হিসেবে না থাকলেও হবে।
৭) নবম দশম যে বিষয়ে আবেদন করবে সেই বিষয়ে কমপক্ষে 300 মার্ক থাকলেই হবে।
৮) ওবিসি ক্যাটাগরীদের নিয়ে নির্দিষ্ট গাইড লাইন না আসা পর্যন্ত অপেক্ষা করা ভালো।
৯) EWS CERTIFICATE ভ্যালিডিটি থাকে এক বছর।
১০) ফর্ম পূরণের শেষ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বা কাস্ট সার্টিফিকেট ইস্যু হতে হবে।
১১) Persuing B.Ed Not applicable.
১২) NCTE NORMS বিএড করে থাকলে আবেদন যোগ্য।
১৩) কেউ এডুকেশন বিষয়ে পোস্ট গ্রাজুয়েট করেছো কিন্তু নবম দশমে বাংলা বিষয়ে আবেদন করছো এক্ষেত্রে এডুকেশনে মাস্টার্স ডিগ্রি নম্বর দিয়ে Entry করতে পারবে না। Concern Subject দিয়ে Entry করতে হবে।
১৪) যেসকল বিবাহিত মহিলাদের সারনেম পরিবর্তন হয়েছে, এবং ভোটার, আধার, রেশন কার্ড, স্বাস্থ্য সাথী, ব্যাংকের পাস বই, পাসপোর্ট প্রভৃতিতেও পরিবর্তিত সারনেম উল্লেখিত হয়েছে তারা পরিবর্তিত সারনেম দিয়েই ফর্ম ফিলাপ করুন। তবে ডকুমেন্ট ভেরিফিকেশন এর সময় তাদের অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হবে। অন্যরা মাধ্যমিকের Admit কার্ডের নাম ও সারনেম দিয়েই ফর্ম পূরণ করবে।
১৫) ফর্ম পূরণ করতে গিয়ে নাম, DOB, Subject এগুলো ভুল করবে না কারণ Edit Option দিলেও এগুলো পরিবর্তন করার সুযোগ দেয় না।
১৬) নিজ মোবাইল থেকেও ফর্ম ফিলাপ করতে পারবে, তবে এক্ষেত্রে নিজ ছবি, সিগনেচার ও অন্যান্য বিষয়গুলি যে নির্দিষ্ট সাইজের কথা বলা হয়েছে তা ইউটিউব দেখে নিয়ে নিজ মোবাইলে রেডি করে রাখো।
১৭) ফর্ম ফিলাপের পর ইন্টিমেশন কপি অবশ্যই নিজ ইমেল আইডিতে ট্রান্সফার করে রাখো।
১৮) ফিলাপ করার আগে স্কুল সার্ভিস কমিশনের প্রদত্ত গাইডলাইন পড়ে নেওয়াই ভালো।
১৯) ফিলাপ করার পূর্বে একটা সাদা কাগজে আবেদনকারীর যাবতীয় তথ্য লিখে রাখা ভালো যেমন ডেট অফ বার্থ, আধার নাম্বার, ইমেল আইডি, পার্মানেন্ট অ্যাড্রেস, মাধ্যমিক থেকে মাস্টার্স ও বিএড এর পার্সেন্ট প্রভৃতি।
২০) তাড়াহুড়ো নয়, আপাতত জুলাই মাসের ১৪ তারিখ রাত্রি ১১:৫৯ পর্যন্ত ফর্ম ফিলাপ করা যাবে তাই ঠান্ডা মাথায় ভেবে চিন্তে ফর্ম ফিলাপ করাই ভালো।.......

Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top