জঙ্গিপুরে গেস্ট টিচার নিয়োগ ২০২৫ – ৪টি মডেল স্কুলে নিয়োগ চলছে | বিস্তারিত দেখুন Porashuno.org-এ

জঙ্গিপুরে গেস্ট টিচার নিয়োগ ২০২৫ – ৪টি মডেল স্কুলে নিয়োগ চলছে | বিস্তারিত দেখুন Porashuno.org-এ

অফিস অফ দ্য সাব-ডিভিশনাল অফিসার, জঙ্গিপুর, মুর্শিদাবাদ থেকে প্রকাশিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, যেখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ৪টি মডেল স্কুলে গেস্ট টিচার নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট তারিখে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।

যে মডেল স্কুলগুলোতে নিয়োগ হবে ও তাদের বিষয়ভিত্তিক শূন্যপদ:

1. Samserganj Block Govt. Model School

বিষয়: Geography – ১টি শূন্যপদ

ওয়েবসাইট: https://samsherganjmodelschool.in



2. Suti-II Block Govt. Model School

বিষয়: English – ১টি শূন্যপদ

বিষয়: Life Science – ১টি শূন্যপদ

ওয়েবসাইট: https://suti2modelschool.in



3. Suti-I Block Govt. Model School

বিষয়: History – ১টি শূন্যপদ

বিষয়: Mathematics – ১টি শূন্যপদ

ওয়েবসাইট: https://suti1modelschool.in



4. Raghunathganj-II Block Govt. Model School

বিষয়: English – ১টি শূন্যপদ

ওয়েবসাইট: https://raghunathganj2modelschool.in

ওয়েবসাইট:https://murshidabad.gov.in

।।বিজ্ঞপ্তি।।

যোগ্যতাঃ

অবসরপ্রাপ্ত অনার্স গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক, যাঁরা সরকারি/সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়িয়েছেন এবং যাঁদের B.Ed রয়েছে।

সংশ্লিষ্ট বিষয়ে B.Ed সহ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

০১/০১/২০২৫ তারিখের হিসাবে বয়স হতে হবে ৬৫ বছরের নিচে।

প্রার্থীকে মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

READ MORE  Bihar Recruitment Official Notification

ইন্টারভিউয়ের সময়সূচি:

তারিখ: ২১ এপ্রিল, ২০২৫

সময়: সকাল ১০:০০টা

স্থান: Sub-Divisional Office, Jangipur, Murshidabad

সাক্ষাৎকারের সময় সঙ্গে যা আনতে হবেঃ

প্রতিটি পদের জন্য আলাদা করে পূরণকৃত আবেদনপত্র

সমস্ত প্রাসঙ্গিক নথির ২ কপি করে:

শিক্ষাগত যোগ্যতার প্রমাণ

জন্মতারিখের প্রমাণ (Admit Card/Certificate)

শেষ বেতনের স্লিপ/পেনশন প্রমাণপত্র

PPO-এর কপি (যদি থাকে)

২ কপি পাসপোর্ট সাইজ ফটো

READ MORE  সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পাশে গ্রুপ D কর্মী ও শিক্ষক শিক্ষিকা নিয়োগ

বেতন ও নিয়ম:

সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী বেতন প্রদান করা হবে।

নির্বাচনী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।

কোনো ধরনের সুপারিশ বা আবেদন গ্রহণযোগ্য নয়।

TA/DA প্রদান করা হবে না।

বিস্তারিত জানতে ও আবেদনপত্রের ফরমেট পেতে ভিজিট করুন – www.porashuno.org

চাকরির এমন আরও খবর পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল গ্রুপগুলোতে –
WhatsApp: https://chat.whatsapp.com/GdZghuoc0HPBmkiyBeReAy
Telegram: https://t.me/PorashunoOfficial
YouTube Channel (Subscribe করুন): https://youtube.com/@porashuno?si=fItsQBcBwsiXqeBc

আপডেট চাকরির খবরের জন্য প্রতিদিন ভিজিট করুন – Porashuno.org
পোস্টটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

Leave a Reply

Scroll to Top