ECHS Kolkata-এ চিকিৎসা, প্যারামেডিকাল এবং নন-মেডিক্যাল স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি।।

ECHS Kolkata-এ চিকিৎসা, প্যারামেডিকাল এবং নন-মেডিক্যাল স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি

এক্স-সার্ভিসম্যান (ESM) এবং সাধারণ নাগরিকদের জন্য ECHS কলকাতা, সল্টলেক, হাওড়া এবং Baruipur-এ এক বছরের জন্য চুক্তিভিত্তিক পদে বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরির শর্তাবলী, যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিত নিচে প্রদান করা হল।

শূন্যপদের বিবরণ:

1. OIC Polyclinic: গ্র্যাজুয়েট, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ৫ বছরের কাজের অভিজ্ঞতা। (৪টি পদ) – মাসিক বেতন: ₹৭৫,০০০/-


2. Medical Specialist: MD (Medicine) / DNB, ৫ বছরের অভিজ্ঞতা। (২টি পদ) – মাসিক বেতন: ₹১,০০,০০০/-


3. Medical Officer: MBBS, ৫ বছরের অভিজ্ঞতা। (৬টি পদ) – মাসিক বেতন: ₹৭৫,০০০/-


4. Dental Officer: MDS/BDS, ৫ বছরের অভিজ্ঞতা (BDS জন্য) অথবা কোনো অভিজ্ঞতা ছাড়াই (MDS)। (১টি পদ) – মাসিক বেতন: ₹৭৫,০০০/-


5. Nursing Assistant: GNM ডিপ্লোমা, Class 1 Course (Armed Forces)। (২টি পদ) – মাসিক বেতন: ₹২৮,১০০/-


6. Dental Assistant/Hygienist/Technician: ডিপ্লোমা হোল্ডার, ৫ বছরের কাজের অভিজ্ঞতা। (৪টি পদ) – মাসিক বেতন: ₹২৮,১০০/-


7. Lab Technician: B.Sc (Medical Lab Technology) বা 10+2 Science এবং DMLT, ৩ বছরের অভিজ্ঞতা। (৩টি পদ) – মাসিক বেতন: ₹২৮,১০০/-


8. Lab Assistant: DMLT / Class-1 Lab Tech (Armed Forces), ৫ বছরের কাজের অভিজ্ঞতা। (২টি পদ) – মাসিক বেতন: ₹২৮,১০০/-


9. Pharmacist: B Pharma বা 10+2 Science (Phy, Chem & Bio) এবং ডিপ্লোমা ইন ফার্মাসি, ৩ বছরের অভিজ্ঞতা। (৩টি পদ) – মাসিক বেতন: ₹২৮,১০০/-


10. Physiotherapist: ডিপ্লোমা / Class 1 Physiotherapy Course (Armed Forces), ৫ বছরের অভিজ্ঞতা। (১টি রিজার্ভ পদ) – মাসিক বেতন: ₹২৮,১০০/-


11. IT Network Technician: IT Networking Computer Application-এ ডিপ্লোমা/সার্টিফিকেট, ২ বছরের অভিজ্ঞতা। (১টি পদ) – মাসিক বেতন: ₹২৮,১০০/-


12. Data Entry Operator/Clerk: গ্র্যাজুয়েট/Class 1 Clerical Trade (Armed Forces), ৫ বছরের অভিজ্ঞতা। (৫টি পদ) – মাসিক বেতন: ₹২২,৫০০/-


13. Clerk: গ্র্যাজুয়েট/Class-1 Clerical Trade (Armed Forces), ৫ বছরের অভিজ্ঞতা। (৪টি পদ) – মাসিক বেতন: ₹১৬,৮০০/-


14. Driver: Class-8, MT Driver (Armed Forces), ৫ বছরের অভিজ্ঞতা, সিভিল ড্রাইভিং লাইসেন্স। (২টি পদ) – মাসিক বেতন: ₹১৯,৭০০/-


15. Female Attendant: শিক্ষিত মহিলা। (১টি পদ) – মাসিক বেতন: ₹১৬,৮০০/-


16. Safaiwala: শিক্ষিত, ৫ বছরের অভিজ্ঞতা। (২টি পদ) – মাসিক বেতন: ₹১৬,৮০০/-


17. Peon: Class-8, General Duty Trade (Armed Forces), ৫ বছরের অভিজ্ঞতা। (২টি পদ) – মাসিক বেতন: ₹১৬,৮০০/-


18. Chowkidar: Class-8, General Duty Trade (Armed Forces), ৫ বছরের অভিজ্ঞতা। (৩টি পদ) – মাসিক বেতন: ₹১৬,৮০০/-



আবেদন প্রক্রিয়া:

প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদন ফর্ম এবং বিস্তারিত তথ্য ECHS-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে অথবা ECHS স্টেশন সেল কলকাতা বা সংশ্লিষ্ট পলিক্লিনিক থেকে নেওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, Discharge Book, PPO (যদি ESM হন), PAN এবং আধার কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ১৩ ফেব্রুয়ারি ২০২৫-এর মধ্যে স্টেশন সেল কলকাতায় পোস্ট বা হাতে জমা দিতে হবে। আবেদন ছাড়া কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট থাকলে প্রার্থী অযোগ্য বলে গণ্য হবে।

সাক্ষাৎকারের তারিখ:

সাক্ষাৎকার প্রথম সপ্তাহে মার্চ ২০২৫ অনুষ্ঠিত হবে। বিস্তারিত তারিখ এবং সময় ২২ ফেব্রুয়ারি ২০২৫-এর মধ্যে প্রার্থীদের ইমেইলে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীরা সাক্ষাৎকারের সময় তাদের আসল ডিগ্রি/সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট, PPO, Discharge Book, সার্ভিস বুক এবং দুইটি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে উপস্থিত হতে হবে। কোনো TA/DA প্রদান করা হবে না।

আরও বিস্তারিত:

বিস্তারিত যোগ্যতা, শর্তাবলী, আবেদন ফর্ম এবং বেতন কাঠামো সম্পর্কিত তথ্যের জন্য ECHS-এর অফিসিয়াল ওয়েবসাইট www.echs.gov.in ভিজিট করুন।

READ MORE  পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর ২০২৪

অফিসিয়াল পিডিএফ:ডাউনলোড করুন 👇


ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/@porashuno
টেলিগ্রাম গ্রুপ: https://t.me/PorashunoOfficial
হোয়াটসঅ্যাপ গ্রুপ (বিভাগ-ক): https://chat.whatsapp.com/Bj045JLCnwoB1LwVJvbdOp
হোয়াটসঅ্যাপ গ্রুপ (বিভাগ-খ): https://chat.whatsapp.com/GPqhT6aEc3tJZdIr640fi9
ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/2675492765969321/?ref=share&mibextid=NSMWBT

Leave a Reply

Scroll to Top