রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিস (BDO) নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারীদের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হবে। আবেদন করতে হলে প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে এবং নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। প্রার্থীকে আবেদন করতে হবে অফলাইনে, এবং আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন বয়সের প্রমাণ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, কর্ম অভিজ্ঞতার সনদসহ অন্যান্য নথি জমা দিতে হবে।
শূন্যপদের নাম: হিসাবরক্ষক
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী সর্বোচ্চ ৬৫ বছর
বেতন: প্রতি মাসে ১১,০০০ টাকা
আবেদন পদ্ধতি: অফলাইন
আবেদনের সময়সীমা: ২৪ জানুয়ারি ২০২৫
ইন্টারভিউ তারিখ: ২৮ জানুয়ারি ২০২৫, বেলা ১১ টা
ইন্টারভিউ স্থান: Chember of the Block Development Officer, Jamuria
প্রয়োজনীয় ডকুমেন্টস:
১) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (বয়সের প্রমাণ)
২) আধার কার্ড ও ভোটার কার্ড (পরিচয়পত্র)
৩) শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টিফিকেট
৪) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট
৫) PPO নম্বর লেখা প্রমাণপত্র
৬) ২ কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
Office of the Block Development Officer, Jamuria Development Block, P.O- Bahadurpur, Via- Topsi, P.S- Jamuria, Dist- Paschim Bardhaman, Pin- 713362, West Bengal.
এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
এপ্লিকেশন ফর্ম পেতে ক্লিক করুন