ভারতীয় রেলওয়ে শিক্ষক নিয়োগ ২০২৫: ৭৫৩টি শূন্যপদে বিশাল সুযোগ! রেলওয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। রেলওয়ে নিয়োগ বোর্ড (RRB) মন্ত্রণালয় পরিচালিত স্কুলগুলোর জন্য ৭৫৩টি শিক্ষক পদে নিয়োগ দিতে যাচ্ছে। এই নিয়োগটি মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি নিয়োগ ২০২৪-২৫ নামে পরিচিত। বিজ্ঞপ্তিতে ১০৩৬টি পদে নিয়োগ উল্লেখ করা হয়েছে, যার মধ্যে বড় অংশ শিক্ষক পদের জন্য বরাদ্দ।

প্রধান পয়েন্টসমূহ: আবেদন শুরু হবে ৭ জানুয়ারি, ২০২৫ থেকে এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি, ২০২৫। নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT), স্কিল টেস্ট, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। প্রাথমিক পরীক্ষার সম্ভাব্য সময় মার্চ-এপ্রিল ২০২৫। অফিসিয়াল বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশিত হবে RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে।
যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা: পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (PGT): সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং B.Ed। ট্রেইন্ড গ্র্যাজুয়েট শিক্ষক (TGT): সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি, B.Ed, এবং TET উত্তীর্ণ। প্রাইমারি শিক্ষক (PRT): উচ্চমাধ্যমিকে ৫০% নম্বর, D.El.Ed ডিগ্রি এবং TET উত্তীর্ণ।
বয়সসীমা: সর্বনিম্ন: ২১ বছর, সর্বাধিক: ৩৫-৪৫ বছর (পদ অনুযায়ী)। সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়স শিথিলতা প্রযোজ্য।
নিয়োগ প্রক্রিয়া: ৩টি ধাপে এক্সাম হবে। ১) লিখিত পরীক্ষা (CBT): প্রার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞান এবং সাধারণ দক্ষতা যাচাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। ২) স্কিল টেস্ট: শিক্ষাদানের দক্ষতা এবং অন্যান্য প্রাসঙ্গিক যোগ্যতা যাচাই। ৩) ডকুমেন্ট ভেরিফিকেশন: শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য নথি যাচাই।

পরীক্ষার কাঠামো: মোট প্রশ্ন: ৫০টি, মোট নম্বর: ৫০, প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর, ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কর্তন।
আবেদন প্রক্রিয়া ও ফি: আবেদন শুরু: ৭ জানুয়ারি, ২০২৫। আবেদন শেষ: ৬ ফেব্রুয়ারি, ২০২৫। ফি: সাধারণ/ওবিসি/ইডব্লিউএস: ₹৫০০, এসসি/এসটি/পিডব্লিউডি/মহিলা: ₹২৫০।
মহানগরভিত্তিক নিয়োগ অঞ্চল: রেলওয়ে পরিচালিত স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হবে নিম্নলিখিত অঞ্চলে: মুম্বাই, কলকাতা, প্রয়াগরাজ, পাটনা, চেন্নাই, ভুবনেশ্বর, গোরখপুর, গুহাটি, চণ্ডীগড়, সেকেন্দ্রাবাদ, বিলাসপুর, বেঙ্গালুরু, ভোপাল, আহমেদাবাদ, জম্মু-শ্রীনগর, রাঁচি।
গুরুত্বপূর্ণ লিঙ্ক: অফিসিয়াল ওয়েবসাইট: www.rrb.gov.in বিজ্ঞপ্তির লিঙ্ক: শিগগিরই প্রকাশিত হবে।
রেলওয়ে শিক্ষক নিয়োগ ২০২৫ একটি সুবর্ণ সুযোগ, বিশেষত যারা সরকারি শিক্ষক হতে চান। প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে এখন থেকেই প্রস্তুতি শুরু করার জন্য। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা আপনাকে জানিয়ে দেব।
চাকরীর প্রত্যেকদিনের টুকরো খবর ইম্পর্টেন্ট খবর পেয়ে যাবে তোমরা ।
নিউজ পেপারে বেরোনো একটা দুটো বা দশটা ভ্যাকানসির খবর গুলো আমরা জানতেই পারি না । তোমাদের যদি অত্যন্ত দরকার হয় চাকুরীর তবে আমাদের সাথে যুক্ত থাকো আর তোমাদের যে বন্ধুদের আপডেট গুলো জানা খুবই দরকার, তাদের সাথেও শেয়ার করতে পারো।
ইউটিউব – www.youtube.com/@porashuno
টেলিগ্রাম – https://t.me/PorashunoOfficial
হোয়াটসঅ্যাপ (বিভাগ-ক) : https://chat.whatsapp.com/Bj045JLCnwoB1LwVJvbdOp
(বিভাগ-খ) :
https://chat.whatsapp.com/GPqhT6aEc3tJZdIr640fi9
ফেসবুক –
https://www.facebook.com/profile.php?id=100091352285314
ধন্যবাদ
এবছরের রেল শিক্ষক সংক্রান্ত বিজ্ঞপ্তিটি আরো জানতে দেখুন https://porashuno.org/index.php/2024/12/06/rrbteacher24-25/
PoraShuno Main WhatsApp Group