ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পরীক্ষার নোটিশ | উত্তর দিনাজপুর জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর
তারিখ: ০৫.০১.২০২৫
সময়সূচি: দুপুর ১২:০০ – ১২:৪৫
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
পরীক্ষা কেন্দ্র:
1. কামারোজা হাই স্কুল (উঃ মাঃ), রায়গঞ্জ
2. সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ
3. রায়গঞ্জ করোনােশন হাই স্কুল (উঃ মাঃ)
4. কাশিবাটি বিবেকানন্দ বিদ্যালয় (উঃ মাঃ), রায়গঞ্জ
5. সরদা বিদ্যা মন্দির, রায়গঞ্জ
6. মোহনবাটি পার্বতী দেবী বালিকা বিদ্যালয়, রায়গঞ্জ

গুরুত্বপূর্ণ নির্দেশাবলী:
পরীক্ষার দিন প্রার্থীদের অ্যাডমিট কার্ড এবং পরিচয়পত্র আনতে হবে।
অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক: https://uttardinajpurrequirements.dcpu.in
ইন্ডিয়ান এয়ার ফোর্স | অগ্নিবীর বায়ু পদে নিয়োগ ২০২৪
যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন বিভাগে উচ্চমাধ্যমিক অথবা সমমান।
শারীরিক মাপজোক এবং স্বাস্থ্য পরীক্ষা।
বয়সসীমা: ২৭ জুন ২০০৮ থেকে ২৭ ডিসেম্বর ২০০৪-এর মধ্যে জন্মগ্রহণকারী।
আবেদন পদ্ধতি:
শুধুমাত্র অনলাইন মাধ্যমে আবেদন।
আবেদন শুরুর তারিখ: ২৭ ডিসেম্বর ২০২৪
আবেদনের শেষ তারিখ: ১৭ জানুয়ারি ২০২৫

বিস্তারিত জানতে এবং আবেদন করতে ভিজিট করুন:http://www.indianairforce.nic.in
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি | আইটি ও সাইবার সিকিউরিটি বিভাগে নিয়োগ
পদের নাম ও শূন্যপদ:
সহকারী ম্যানেজার (IT): ৫৪টি পদ।
ম্যানেজার (IT): ১টি পদ।
সিনিয়র ম্যানেজার (IT): বিভিন্ন বিভাগে ১টি করে পদ।
সাইবার সিকিউরিটি এক্সপার্ট: ৭টি পদ।

আবেদনের তারিখ:
শুরু: ২১ ডিসেম্বর ২০২৪
শেষ: ১০ জানুয়ারি ২০২৫ (রাত ১১:৫৯ পর্যন্ত)
আবেদনের জন্য ভিজিট করুন: http://ippbonline.com
আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন!
সর্বশেষ চাকরির আপডেট এবং তথ্য পেতে যোগ দিন আমাদের গ্রুপে:
WhatsApp: https://chat.whatsapp.com/H88kQGKHciRFOy5kPz5Ztc
Telegram: https://t.me/PorashunoOfficial
YouTube Channel: https://youtube.com/@porashuno?si=fItsQBcBwsiXqeBc
নিয়মিত আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন: Porashuno.org