দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স: ৪ ডিসেম্বর, ২০২৪
১. বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস
বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস প্রতি বছর ২রা ডিসেম্বর পালন করা হয়।
২. UN Global Excellence Award
বসন্ত গোয়েল সম্প্রতি UN Global Excellence Award-এ ভূষিত হয়েছেন।
৩. NSDL-এর নতুন CEO
বিজয় চন্দক জাতীয় সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের (NSDL) নতুন MD এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছেন।
৪. SAIL এবং John Cockerill-এর চুক্তি
SAIL Korom সম্প্রতি John Cockerill India Limited কোম্পানির সাথে একটি MoU স্বাক্ষর করেছ।
৫. তেলেঙ্গানার ‘Cattle Insurance Scheme’
তেলেঙ্গানায় বিশেষ ‘Cattle Insurance Scheme’ চালু করা হয়েছে, যা চাষিদের গবাদিপশুর সুরক্ষা ও ক্ষতিপূরণ প্রদান করবে।
৬. WTO-র Director-General পুনঃনিযুক্তি
Ngozi Okonjo-Iweala আবারও World Trade Organization (WTO)-এর Director-General হিসেবে নিযুক্ত হয়েছেন।
৭. ৪০তম অল ইন্ডিয়া গভর্নরস গোল্ড কাপ
৪০তম All India Governor’s Gold Cup International Football Tournament 2024 সম্প্রতি সিকিমে অনুষ্ঠিত হয়েছে।
৮. লোকশিল্পী শারদা সিনহার প্রয়াণ
বিশিষ্ট লোকশিল্পী শারদা সিনহা সম্প্রতি ৭২ বছর বয়সে প্রয়াত হয়েছেন।
৯. প্রথম ‘অষ্টলক্ষ্মী মহোৎসব’
প্রথম ‘Ashtalakshmi Mahotsav’ অনুষ্ঠিত হবে নিউ দিল্লীতে।
১০. ‘Creative Minds of Tomorrow’-এর উদ্বোধন
গোয়ার IFFI 2024-এ উদ্বোধন করা হলো ‘Creative Minds of Tomorrow’-এর চতুর্থ সংস্করণ।
🔗 আপডেট পেতে ভিজিট করুন: https://Porashuno.org
📱 আমাদের WhatsApp গ্রুপে যোগ দিন: https://chat.whatsapp.com/KLn4PBQ1WVII2ba1ip1TRa
📢 আমাদের Telegram চ্যানেলে যুক্ত হন: https://t.me/PorashunoOfficial
🎥 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন:
https://youtube.com/@porashuno?si=fItsQBcBwsiXqeBc