WBPSC ক্লার্কশিপ পরীক্ষার 16/11/2024 (Shift 1) জেনারেল নলেজ প্রশ্নাবলী ।।



জেনারেল নলেজ প্রশ্নসমূহ:

1. মোহিনী নাট্যম নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত?
উত্তর: কেরালা


2. ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কতটি?
উত্তর: ১১টি


3. পার্ক চিক হিমবাহ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: সিকিম


4. গিগ ইকোনমি কিসের সাথে যুক্ত?
উত্তর: স্বল্পমেয়াদী ফ্রিল্যান্স কাজ


5. সারেঙ্গী বাদ্যযন্ত্রের সাথে কোন বিখ্যাত ব্যক্তির যোগ রয়েছে?
উত্তর: উস্তাদ আমজাদ আলি খান


6. রেনেসাঁসের সঙ্গে কোন বিখ্যাত শিল্পীর যোগ রয়েছে?
উত্তর: লিওনার্দো দা ভিঞ্চি


7. নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: গুপ্ত সম্রাট কুমারগুপ্ত


8. ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস কোন দেশ হোস্ট করেছিল?
উত্তর: সৌদি আরব


9. যোগশ্রী প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে?
উত্তর: পশ্চিমবঙ্গ


10. লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: মহারাষ্ট্র


11. রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: উত্তরাখণ্ড


12. আর্জেন্টিনার মুদ্রার নাম কী?
উত্তর: পেসো


13. নাইজেরিয়ার রাজধানী কী?
উত্তর: আবুজা


14. নিউমিসমেটিক্স কী?
উত্তর: মুদ্রা ও মেডেলের অধ্যয়ন


15. সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে?
উত্তর: ৮ মিনিট ২০ সেকেন্ড


16. GST-এর প্রধান কে?
উত্তর: অর্থমন্ত্রী


17. বিশ্বের ক্ষুদ্রতম দেশটির নাম কী?
উত্তর: ভ্যাটিকান সিটি


18. এজরা কাপ কিসের সাথে যুক্ত?
উত্তর: পোলো


19. সংবিধানের কোন সংশোধনীতে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা যুক্ত হয়?
উত্তর: ৭৩তম সংশোধনী


20. অপারেশন সর্বশক্তি কোন বাহিনীর সাথে যুক্ত?
উত্তর: ভারতীয় সেনা


21. লাইভ ডিভাইন কার লেখা?
উত্তর: শ্রী অরবিন্দ


22. কোন সুলতানি শাসক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি জারি করেন?
উত্তর: আলাউদ্দিন খিলজি


23. ভারতের কোন রাজ্যের সাথে মিয়ানমারের সীমানা সংযোগ নেই?
উত্তর: পশ্চিমবঙ্গ


24. ফিফা কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯০৪ সালে


25. জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে?
উত্তর: অ্যানি বেসান্ত






বিশেষ ঘোষণা:
আরও পরীক্ষার প্রস্তুতির জন্য ভিজিট করুন http://Porashuno.org।
আমাদের WhatsApp গ্রুপ:https://chat.whatsapp.com/KLn4PBQ1WVII2ba1ip1TRa
Telegram চ্যানেল: https://t.me/PorashunoOfficial
YouTube চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

READ MORE  প্রকাশিত হলো ঝাড়খণ্ড এসএসসি পরীক্ষার অ্যাডমিট

Leave a Reply

Scroll to Top