ICAR- NBSS & LUP, আঞ্চলিক কেন্দ্র, কলকাতা নিয়োগ ২০২৪ : জুনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট (ল্যাবরেটরি)

ICAR- NBSS & LUP, আঞ্চলিক কেন্দ্র, কলকাতা নিয়োগ ২০২৪
পদ: জুনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট (ল্যাবরেটরি)
প্রকল্প: “ভূ-স্থানিক প্রযুক্তি ব্যবহার করে বিহারের চারটি নির্বাচিত জলধারার ভূমি সম্পদ জরিপ”
পদ সংখ্যা: ১টি
ইন্টারভিউ তারিখ: ০১.১১.২০২৪, সকাল ৯:৩০ টা থেকে

যোগ্যতা:
১. আবশ্যিক যোগ্যতা: রসায়ন/ কৃষি বিষয়ে স্নাতক ডিগ্রী এবং মাটির বা রাসায়নিক ল্যাবরেটরিতে কাজের ২ বছরের অভিজ্ঞতা।
২. ইচ্ছাকৃত যোগ্যতা: এম.এসসি (কৃষি) মাটির বিজ্ঞান/ কৃষিতত্ত্ব অথবা এম.এসসি রসায়ন বিষয়ে এবং মাটির বা রাসায়নিক ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা।
৩. ভাষাজ্ঞান: বাংলা, হিন্দি ও ইংরেজি (বলতে ও লিখতে দক্ষতা)।

READ MORE  Using Your Hawk-Eye With 20/20 Eye-Vision, Find Out Which Number is Hidden in this Motion Optical Illusion - Jagran Josh

বেতন: ২৫,০০০ টাকা (সংহত)
কাজের বিবরণ: ল্যাবে শারীরিক, রাসায়নিক ও বিশ্লেষণমূলক কাজ, ডেটা বিশ্লেষণ ও ডেটা ব্যাখ্যা ইত্যাদি।
কাজের মেয়াদ: ১২ মাস বা প্রকল্পের সমাপ্তি পর্যন্ত, যেটি আগে হবে।

শর্তাবলী:
১. পুরুষদের সর্বনিম্ন বয়স ২১ বছর এবং সর্বাধিক বয়স ৪০ বছর, মহিলাদের/এসসি/এসটি/প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ বছর এবং ওবিসি প্রার্থীদের জন্য ৪৩ বছর।
২. প্রাথমিকভাবে নিয়োগ ১ বছরের জন্য করা হবে এবং প্রয়োজনের ভিত্তিতে কর্মক্ষমতার ওপর ভিত্তি করে বাড়ানো হতে পারে।
৩. সরকারি চাকরিতে থাকা প্রার্থীদের ইন্টারভিউয়ের সময় “No Objection Certificate” জমা দিতে হবে।
৪. নিয়োগ প্রক্রিয়া শুধুমাত্র চুক্তিভিত্তিক এবং প্রার্থী ICAR-এ স্থায়ী নিয়োগের দাবি করতে পারবেন না।
৫. ইন্টারভিউয়ের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
৬. ই-মেইল (application.nbsslupkolkata@gmail.com)-এর মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে।

READ MORE  ‘Baseless, deeply objectionable’: Jaisalmer royal slams new NCERT textbook depicting city as part of ‘Maratha Empire’

দয়া করে বিস্তারিত বিজ্ঞপ্তিটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন, এবং নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।
যোগাযোগ:
ইমেল: application.nbsslupkolkata@gmail.com
ইন্টারভিউ স্থান: ICAR- NBSS & LUP, আঞ্চলিক কেন্দ্র, সল্ট লেক, কলকাতা।

আমাদের YouTube চ্যানেল (পড়াশুনো) এ যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন:
https://www.youtube.com/@porashuno
WhatsApp গ্রুপে যোগ দিতে এই লিঙ্কটি ব্যবহার করুন:
https://chat.whatsapp.com/KLn4PBQ1WVII2ba1ip1TRa
Telegram গ্রুপে যোগ দিন:
https://t.me/PorashunoOfficial
বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন:
PoraShuno.org

Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top