বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় অতিথি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় অতিথি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নাম:
বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়


অতিথি শিক্ষক (প্রয়োজন ভিত্তিক ফ্যাকাল্টি সদস্য)

নিয়োগের ধরণ:
অস্থায়ী ভিত্তিতে

নিয়োগযোগ্য বিভাগসমূহ:
সংস্কৃত, ভাষাতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, পদার্থবিদ্যা, জীববিজ্ঞান, অণুজীববিজ্ঞান, শারীরস্থান এবং মানব শারীরবিদ্যা, রসায়ন বিজ্ঞান, শিক্ষা, শারীরিক শিক্ষা, বাণিজ্য, এমবিএ (এইচআর), সঙ্গীত, চিত্রকলা।

যোগ্যতার মানদণ্ড:

প্রার্থীদের স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫% নম্বর থাকতে হবে।
(SC/ST প্রার্থীদের জন্য ন্যূনতম প্রয়োজনীয়তা ৫০%)

প্রার্থীদের অবশ্যই NET/SET/GATE বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি অর্জিত থাকতে হবে।

READ MORE  India's Chandrayaan-3 Successfully Lands on the Moon

আবেদনের পদ্ধতি:

আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ সিভি সহ আবেদন করতে পারবেন।

আবেদন পাঠানোর ইমেইল: glrecruitment@bbb.ac.in

আবেদনপত্রের সাথে গুগল ফর্ম পূরণ করতে হবে। ফর্মটি পাওয়া যাবে এই লিংকে:
https://www.bbb.ac.in/recruitment-form

আবেদনের শেষ তারিখ:
এই বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে আবেদন করতে হবে।

নোট:
শর্টলিস্টকৃত প্রার্থীদের ইমেইলের মাধ্যমে চূড়ান্ত সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

রেজিস্ট্রার, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়

READ MORE  West Bengal SET Examination 2023 | Apply Now

আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে, তথ্যটি আপনার পরিচিত যাদের জানা প্রয়োজন তাদের সাথে প্লিজ শেয়ার করুন, কেও উপকৃত হলে সত্যি এর থেকে মহৎ বা ভালো কিছু হয়না। পৃথিবীতে ভালো কাজ করার মানুষ খুব কম, কিন্তু কারোর খারাপ পরিস্থিতি নিয়ে হাসার ও উপহাস করার মানুষ অনেক দেখা যায়।

গুরুত্বপূর্ণ লিংকসমূহ:

আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হন: https://www.youtube.com/@porashuno

হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন: https://chat.whatsapp.com/KLn4PBQ1WVII2ba1ip1TRa

টেলিগ্রাম গ্রুপে যোগ দিন: https://t.me/PorashunoOfficial

READ MORE  IBPS ব্যাংক ও RRB নিয়োগ পরীক্ষা ২০২৬–২০২৭: সম্পূর্ণ পরীক্ষার ক্যালেন্ডার ও গুরুত্বপূর্ণ তারিখ

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিংকের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন: https://www.porashuno.org

Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top