—
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর – বর্ধমান মেডিক্যাল কলেজে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠান: পশ্চিমবঙ্গ সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর
অফিস: বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পূর্ব বর্ধমান
স্মারক নং: BMC/3244
তারিখ: ২৪/০৯/২০২৪
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (চুক্তিভিত্তিক)
চাকরির বিবরণ:
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (চুক্তিভিত্তিক)
মোট শূন্যপদ: ০২ টি
বেতন: প্রতিমাসে ₹১৮,০০০
বয়সসীমা: ১৮ – ৪০ বছর (০১ অক্টোবর ২০২৪ অনুযায়ী)
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক (১০+২) বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে সার্টিফিকেট/ডিপ্লোমা/ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
ওয়াক-ইন ইন্টারভিউর পূর্বে যা যা প্রয়োজন:
আবেদনকারীদের ইন্টারভিউর সময় নিম্নলিখিত কাগজপত্র ও প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হবে:
পূর্ণাঙ্গ বায়োডাটা (সিভি) যা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ধাঁচে তৈরি করতে হবে।
স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র (পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড) ও সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড কপি।
বর্তমান চাকরিতে নিয়োজিত থাকলে নিয়োগকর্তার কাছ থেকে এনওসি প্রয়োজন।
সমস্ত নথিপত্রের আসল কপি ইন্টারভিউ বোর্ডের সামনে উপস্থাপন করতে হবে।
নির্বাচিত হলে এক মাসের নোটিশের মাধ্যমে চুক্তি বাতিল হতে পারে।
ইন্টারভিউর তারিখ ও সময়:
তারিখ ও সময়: ০৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, সকাল ১১:০০ টা
স্থান: বর্ধমান মেডিক্যাল কলেজের কনফারেন্স হল, নতুন প্রশাসনিক ভবন, পূর্ব বর্ধমান
—
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.PoraShuno.org
যোগাযোগের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে যোগ দিন: https://www.youtube.com/@porashuno
হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন: https://chat.whatsapp.com/KLn4PBQ1WVII2ba1ip1TRa
টেলিগ্রাম গ্রুপে যোগ দিন: https://t.me/PorashunoOfficial
—
তথ্যটি আপনার পরিচিত যাদের জানা প্রয়োজন তাদের সাথে প্লিজ শেয়ার করুন, কেও উপকৃত হলে সত্যি এর থেকে মহৎ বা ভালো কিছু হয়না। নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য গুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।

