জ্যাম পরীক্ষা ২ ফেব্রুয়ারি
২০২৫ সালের জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স বা ‘জ্যাম’ পরীক্ষা নেওয়া হবে ২ ফেব্রুয়ারি (রবিবার)। পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র কলকাতা, কোলাঘাট ও খড়াপুর-মেদিনীপুর। পরীক্ষার আয়োজক দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি।
‘জ্যাম’ পরীক্ষায় সফল হলে খড়গপুর আই আই টি-সহ ২১টি আই আই টি (ইন্ডিয়ান ইনস্টিটিউটস অব টেকনোলজি)-তে দু’বছরের এম এসসি, এম এসসি (টেক), এম এস (রিসার্চ), এম এসসি-এম টেক ডুয়াল ডিগ্রি, জয়েন্ট এম এসসি-পি এইচ ডি, এম এসসি-পি এইচ ডি ডুয়াল ডিগ্রি-সহ বিভিন্ন স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে পড়ার সুযোগ পাওয়া যাবে। এ ছাড়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের চারটি পি এইচ ডি প্রোগ্রাম ও দু’টি এম এসসি কোর্সেও জ্যাম পরীক্ষার স্কোরের ভিত্তিতে ভর্তি হওয়া যায়। জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জিতে ভর্তির ক্ষেত্রেও জ্যাম পরীক্ষার নম্বর গ্রাহ্য করা হয়।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারেন।
জ্যাম-২০২৫ অনলাইন পরীক্ষায় থাকবে সাতটি পত্র- বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, ইকনমিক্স, জিওলজি, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স এবং ফিজিক্স। কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা হবে তিনটি সেকশনে। তিনটি সেকশনের নম্বর যথাক্রমে ৫০, ২০ ও ৩০। সময় ৩ ঘণ্টা। কেবল প্রথম সেকশনে নেগেটিভ মার্কিং আছে। প্রার্থী একটি বা দু’টি পত্রের পরীক্ষায় বসতে পারেন। পরীক্ষা হবে দু’টি সেশনে। প্রথম সেশনে (সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা) কেমিস্ট্রি, জিওলজি ও ম্যাথমেটিক্স বিষয়ের পরীক্ষা হবে। দ্বিতীয় সেশনে (দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা) পরীক্ষা হবে বাকি চারটি পত্রের। পরীক্ষার ফল ঘোষিত হবে ১৯ মার্চ।
অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: http://jam2025.iitd.ac.in আবেদন করা যাবে ৩ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। ফি বাবদ অনলাইনে দিতে হবে একটি পত্রের জন্য ১,৮০০ টাকা (মহিলা, তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৯০০ টাকা) ও দু’টি পত্রের জন্য ২,৫০০ টাকা (মহিলা, তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১,২৫০ টাকা)। অনলাইন পদ্ধতিতে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউ পি আইয়ের মাধ্যম ফি জমা দেওয়া যাবে।
বিস্তারিত জানতে দেখুন উপরোক্ত ওয়েবসাইট।