চাকরির বিজ্ঞপ্তি
শিশুমঙ্গল পর্ষদ, নদীয়া (ট্রাস্ট)
ঠিকানা: ২৩/১, সুকান্ত সরণী, কাঁঠালপোতা, পি.ও. কৃষ্ণনগর, জেলা- নদীয়া, পিন- ৭৪১১০১, পশ্চিমবঙ্গ
ফোন: (০৩৪৭২) ২৫০২১৩
বিজ্ঞপ্তি
তারিখ: ২৪.০৭.২০২৪

বিষয়বস্তু ও শাখা:
কৃষ্ণনগরস্থ শিশুমঙ্গল পর্ষদ, নদীয়া (ট্রাস্ট) অধীনস্থ শিশু নিকেতনগুলির জন্য (কদমতলা বিদ্যাসাগর শিশু নিকেতন ইউনিট ১, সঙ্গীতা সিনেমার পিছনে- বিদ্যাসাগর শিশু নিকেতন ইউনিট ২, ঘূর্ণী সুভাষ শিশু নিকেতন, শক্তিনগর শরৎ শিশু নিকেতন ও কালিরহাট তারকদাস স্মৃতি শিশু নিকেতন) শিক্ষিকা প্রয়োজন।
শিক্ষিকা হওয়ার যোগ্যতা:
১) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে শতকরা ৫০ ভাগ নম্বর থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ডি.এড ডিগ্রী আবশ্যিক।
২) নাচ, গান, আবৃত্তি, অঙ্কন, কম্পিউটার জানাদের বিশেষ নম্বর প্রদান করা হবে।
৩) বয়সের ঊর্দ্ধসীমা ৩০ বছর।
প্রার্থী নির্বাচনের জন্য মাধ্যমিকস্তরের বাংলা, ইংরাজী ও অঙ্ক পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার ধাপ:
১) প্রথমে মাধ্যমিকস্তরের পাঠ্যসূচী অনুসারে বাংলা, ইংরাজী ও অঙ্কের লিখিত পরীক্ষা। প্রতি বিষয়ের জন্য ২৫ নম্বর।
২) লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার পর প্যানেল তৈরি হবে এবং ঐ প্যানেল থেকে ক্রমে ক্রমে নিয়োগ।
দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ: ১২.০৮.২০২৪ (সোমবার)।
জমা দেওয়ার সময়: সোমবার থেকে শুক্রবার বেলা ৩ টা থেকে ৫ টা।
স্থান: কেন্দ্রীয় অফিস, সঙ্গীতা সিনেমার পিছনে বিদ্যাসাগর শিশু নিকেতন (ইউনিট-২)।
দরখাস্তের সঙ্গে যা জমা দিতে হবে:
- প্রার্থীর পাশ করা পরীক্ষার মার্কশীটগুলি
- গান-নাচ ইত্যাদির সার্টিফিকেট
- ভোটার কার্ড
- ফটো
- জন্ম সার্টিফিকেট
- টেলিফোন অথবা মোবাইল নম্বর
দরখাস্ত সাদা কাগজে লিখে জমা দিতে হবে। (সকল সার্টিফিকেট এর জেরক্স কপি চাই, মূল কপি নয়। মৌখিক পরীক্ষার সময় মূল কপি দেখাতে হবে।) লিখিত পরীক্ষার দিন প্রার্থীর প্রদত্ত টেলিফোন অথবা মোবাইল নম্বরে জানানো হবে। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের অনুরূপভাবে টেলিফোন অথবা মোবাইল নম্বরে জানানো হবে।
স্বাক্ষর:
পার্শ্বনাথ রায় চৌধুরী
চেয়ারম্যান/ শিক্ষা উপসমিতি
শিশু মঙ্গল পর্ষদ-নদীয়া ট্রাস্ট
পড়াশুনো চ্যানেল ইউটিউব