LalBazar Kolkata Data Entry Operator Recruitment

লালবাজার কলকাতা পুলিশের তরফ থেকে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি

লালবাজার কলকাতা পুলিশ প্রশাসন অনেকটা আপনাদের কাছে একটি সুযোগ প্রদান করছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে নির্দিষ্ট সংখ্যক 235 জন কনট্র্যাক্টচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর এবং অন্যান্য অধিকারীদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে।

পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর
মোট পদ সংখ্যা: 235
আবেদনের শেষ তারিখ: 4 এপ্রিল 2024
বেতন: 16000 টাকা প্রতি মাস

আবেদনের সময় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যের জন্য, দয়া করে নিচের তথ্য মনোযোগ সহকারে পড়ুন । অথবা আমাদের ইউটিউব চ্যানেল আপলোডেড ভিডিও দেখে নিতে পারেন ।

নোট: আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট চেক করে নিতে পারেন । যদিও খুঁটিনাটি এই আর্টিকেল প্রদান করা হয়েছে ।

READ MORE  উত্তর দিনাজপুরে 12 জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ । স্যালারি 16000

লালবাজার কলকাতা পুলিশে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি

জেনারেল নির্দেশাবলী

আবেদনকারীদের একাডেমিক যোগ্যতা এবং অন্যান্য শর্তগুলি সঠিকভাবে পড়ে নিতে এবং টেস্টের জন্য নিজেদের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে প্রাথমিক আবেদনপত্র পূরণের পূর্বে।

অনলাইন আবেদনপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। আবেদনপত্রের Hard Copy গ্রহণ করা হবে না।

আবেদনপত্রটি বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট লিঙ্ক মাধ্যমে পূরণ করতে হবে।

যদি কোনও আবেদনকারী জেনারেল ডিসিপ্লিন / স্ট্রিম যেমন কলা, বিজ্ঞান, বাণিজ্য ইত্যাদি-এ গ্র্যাজুয়েশন করে থাকেন, তবে সেই ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশনস সার্টিফিকেট আবশ্যক।

READ MORE  Bihar Recruitment Official Notification

তবে, যদি আবেদনকারী তথ্য প্রযুক্তি বিজ্ঞানে গ্র্যাজুয়েশন, কম্পিউটার বিজ্ঞানে বি.এস.সি., বি.সি.এ., এম.সি.এ., বি.ই., বি. টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার বিজ্ঞান, তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশনস সার্টিফিকেট ঐচ্ছিক হবে।

আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দার হতে হবে।

প্রার্থীর ক্যাটেগরিশূন্যপদের সংখ্যা অসংরক্ষিত : 100 | তফশিলি জাতি : 50 | তফশিলি উপজাতি : 14 | অন্যান্য অনগ্রসর শ্রেণি : 38 | আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি :23 | মোট 225

আবেদনকারীদের যে যে স্ক্যানড কপি আপলোড করতে হবে –  (১) পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৪সেমি। এক্স ৩সেমি।), (২) স্বাক্ষর, (৩) আইডেন্টিটির প্রমাণে আধার কার্ড, (৪) শেষ যোগ্যতা প্রাপ্তির সার্টিফিকেট (৫) প্রযুক্তিগত যোগ্যতার সার্টিফিকেট (৬) জন্ম সার্টিফিকেট / মাধ্যমিক পাস সার্টিফিকেট ।

READ MORE  চাকুরীর টুকরো খবর 18th Oct 23

অ্যাপ্লাই করতে নিম্নের বাটনে ক্লিক করুন  –

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে নিম্নের বাটন ক্লিক করুন

Official Website –  https://kolkatapolice.gov.in/

Leave a Reply

Scroll to Top