মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের পৌরসভায় HHW পদে প্রচুর কর্মী নিয়োগ
রাজ্যের বিভিন্ন পৌরসভায় HHW পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাকে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ করা হয়। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় এই কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আবারও রাজ্যের একটি জেলায় এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া আছে সেখান থেকে ভালো করে বিস্তারিত জেনে তবেই আবেদন করবেন।
পদের নাম: HHW পদে কর্মী নিয়োগ।
নিয়োগ পদ্ধতি: কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে।
নিয়োগ স্থান: আপনাকে বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হবে। এই নিয়োগ হবে পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালিটিতে ।
আবেদনের শেষ তারিখ: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে ৩০ জানুয়ারি ২০২৪ এর মধ্যে আবেদন করতে হবে।
আবেদন পদ্ধতি: এখানে আপনাকে সম্পূর্ণ অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে। আপনি নিম্নের ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে পারেন। ৩০ জানুয়ারি তারিখের মধ্যে সকাল ১১ টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত প্রার্থীর নাম, ঠিকানা, ওয়ার্ডের নাম এবং পদের নাম খামের উপরে উল্লেখ করে পুরসভায় রাখা Drop Box এ জমা দিতে হবে। এক্ষেত্রে চাকরি প্রার্থীরা অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করে ভালো করে ফিলাপ করে এর সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলো একত্রিত করে জমা করতে পারবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রার্থীদের ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি অফিসের ঠিকানায় আবেদন জমা করে আসতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট জমা দিতে হবে: আবেদন পত্রের সঙ্গে দেওয়া প্রমাণ পত্রের এবং শংসাপত্রের প্রতিলিপি স্বপ্ৰত্যয়িত (Self Attested) হতে হবে। আপনারা যে সব ডকুমেন্ট জমা দিবেন সেগুলি হল-
১। দুইটি স্বপ্রত্যয়িত সাম্প্রতিকতম পাসপাের্ট মাপের ছবি (একটি খামে, অন্যটি দরখাস্তে),

২। বয়সের প্রমাণপত্র : মাধ্যমিক পরীক্ষার ADMIT CARD / জন্ম সার্টিফিকেটের প্রত্যয়িত ফোটোকপি। প্রমাণপত্র ।
৩৷ বাসস্থানের প্রমাণপত্র ও ভােটার আইডি কার্ড / আধার কার্ডের প্রত্যয়িত ফোটোকপি। তৎসহ সংসদ, মন্ত্রী, বিধায়ক, ডিএম, এ.ডি.এম, এস.ডি.ও, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের পরের যে কোন তারিখে প্রদত্ত বাসস্থানের প্রমান পত্র (যে কোন একটি) ।
৪। নূন্যতম শিক্ষাগত যােগ্যতার প্রমাণ পত্র
৫৷ তপশীলি জাতি, তপশীলি উপজাতি ও অনগ্রসর জাতি এবং Differently abled (বিশেষ ভাবে সক্ষম) হলে সংরক্ষণের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কেবলমাত্র সংশ্লিষ্ট সরকারী দপ্তর প্রদত্ত প্রমাণপত্র গ্রাহ্য হবে।
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে নিচে অফিশিয়াল নোটিফিকেশন আছে সেটি ভালো করে পড়ে নিন।
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
APPLICATION FORM: CLICK HERE
I appreciate your website, however I think you might check the spelling of a few of your postings. Even though I find it quite difficult to tell the truth because so many of them have spelling errors, I will most certainly return.