হটাৎ ফোনে অদ্ভুত আওয়াজ? Telecommunication Alert আসছে বার বার? ঘাবড়াবার কিছু আছে কি! নাকি সতর্কবার্তা?

আজ সকাল থেকে 2-3 বার একই সাথে এরকম একটি alert মেসেজ আসছে সকলের ফোন এ। এটি দেখে অনেকেই ঘাবড়ে গেছেন । খুব স্বাভাবিক । ফোন কি কেও হ্যাক করলো নাকি কোনো সমস্যা হলো ফোনে?

চিন্তা করবেন না । এরকম alert ভারত সরকার থেকে জারি করা হচ্ছে যেখানে বলা হয়েছে –

জরুরী সতর্কতা: গুরুত্বপূর্ণ

এটি ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে পাঠানো একটি নমুনা পরীক্ষার বার্তা। অনুগ্রহ করে এই বার্তাটিকে উপেক্ষা করুন কারণ আপনার প্রান্ত থেকে কোনো পদক্ষেপের প্রয়োজন নেই৷ এই বার্তাটি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বারা প্রয়োগ করা প্যান-ইন্ডিয়া ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এটির লক্ষ্য জনসাধারণের নিরাপত্তা বৃদ্ধি করা এবং জরুরী পরিস্থিতিতে সময়মত সতর্কতা প্রদান করা। টাইমস্ট্যাম্প: 27-10-2023 13:17 PM 31

READ MORE  চুল পরার কারণ, রিকভারি উপায়, ঘরোয়া উপায় এবং ডাক্তারের পরামর্শ

অর্থাৎ আগামীদিনে যদি কখনো কোনো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক দুর্যোগ বা কোনো আক্রমণ হয় আমাদের দেশের ওপর বা আপনার অঞ্চলে, তার আগেই এরকম ভাবেই ফোনে অ্যালার্ট দেওয়া হবে যাতে আগে থেকেই আপনি সতর্ক থাকতে পারেন । ও সঠিক ব্যবস্থা নিয়ে সুরক্ষা বা নিরাপদ হতে পারেন ।

ভারত সরকারের এরকম সিদ্ধান্ত হটাৎ নেওয়ার কারণ ইজরায়েল প্যালেস্টাইন এর যুদ্ধ কে ভেবেই কি নেওয়া হলো ? এমন টি মনে করছেন নেটওয়ার্ক মাধ্যম ব্যবস্থা রা । এবং এটির একটি ভালো দিক ও রয়েছে বলেও ভাবা হচ্ছে আমরা সাবধানতা বজায় রাখতে পারবো । আপনার এ বিষয়ে কি মতামত । তা আপনি কমেন্টে জানতে পারেন।

READ MORE  Yuvraj Singh Pays Tribute to Stuart Broad on His Retirement, Shares Cherished Memories

Emergency alert: Extreme

This is a SAMPLE TESTING MESSAGE sent through Cell Broadcasting System by Department of Telecommunication, Government of India. Please ignore this message as no action is required froma your end. This message has been sent to test Pan-India Emergency Alert System being implemented by National Disaster Management Authority. It aims to enhance public safety and provide timely alerts during emergencies. Timestamp: 27-10-2023 13:17 PM 31

OK

Leave a Reply

Scroll to Top