8th Sep 23 Current Affairs

প্রশ্ন. কে সম্প্রতি 132তম ডুরান্ড কাপ 2023 শিরোপা জিতেছে?

উত্তর: মোহনবাগান সুপার জয়েন্ট

প্রশ্ন. সম্প্রতি কে তার নতুন উদ্ভাবন ‘কার্ড সাউন্ডবক্স’ চালু করেছে?

উত্তরঃ Paytm

প্রশ্ন. সম্প্রতি কোন রাজ্যে ‘আন্তর্জাতিক মহাকাশ সম্মেলন’ আয়োজিত হচ্ছে?

উত্তরঃ মধ্যপ্রদেশ

প্রশ্ন. সম্প্রতি কোন রাজ্যে ‘কাঠমান্ডু-কলিঙ্গ সাহিত্য উৎসব’ আয়োজন করা হয়েছে?

উত্তরঃ উত্তরপ্রদেশ

প্রশ্ন. সম্প্রতি ‘উত্তরাখণ্ড’ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি কী চালু করেছেন?

উত্তর: গ্লোবাল ইনভেস্ট সামিটের লোগো এবং ওয়েবসাইট

প্রশ্ন. সম্প্রতি অস্ট্রেলিয়া দেশটির সংবিধানে দেশের আদি বাসিন্দাদের স্বীকৃতি দিতে কী করতে যাচ্ছে?

উত্তরঃ গণভোট

প্রশ্ন. কোন তামিল অভিনেতা এবং কৌতুক অভিনেতা সম্প্রতি 66 বছর বয়সে মারা গেছেন?

উত্তরঃ আর. এস শিবাজি

প্রশ্ন. কোন রাজ্য সম্প্রতি ‘শ্রী রামরাজা লোক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে?

উত্তরঃ মধ্যপ্রদেশ

প্রশ্ন. সম্প্রতি নতুন দিল্লির রাজঘাটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কার মূর্তি উন্মোচন করেছেন?

উত্তরঃ মহাত্মা গান্ধী

প্রশ্ন. ইসরো বিজ্ঞানী কে ছিলেন এবং যিনি চন্দ্রযান-3 উৎক্ষেপণের জন্য কাউন্টডাউনে কণ্ঠ দিয়েছিলেন, যিনি সম্প্রতি মারা গেছেন?

উত্তরঃ এন ভালরমাথি

Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top