19th Aug 23 Current Affairs

প্রশ্ন. উত্তরপ্রদেশের বারানসীতে সম্প্রতি কোন সম্মেলনের আয়োজন করা হবে?

উত্তরঃ ইয়ুথ G20 সামিট

প্রশ্ন. সাম্প্রতিক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, ভারত 2027 সালের মধ্যে বিশ্বের কোন নম্বর অর্থনীতিতে পরিণত হবে?

উত্তরঃ তৃতীয়

প্রশ্ন. সম্প্রতি কেন্দ্রীয় সরকার লক্ষ্য নির্ধারণ করেছে কতদিনের মধ্যে ‘লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস’ নির্মূল করতে হবে?

উত্তর: 2027

প্রশ্ন. ভারতের কোন মহান ফুটবলার সম্প্রতি 74 বছর বয়সে মারা গেছেন?

উত্তরঃ মোহাম্মদ হাবিব

প্রশ্ন. সম্প্রতি কে কেন্দ্রীয় সরকার জীবন বীমা কর্পোরেশন (LIC) এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন?

উত্তরঃ আর দুরাইস্বামী

প্রশ্ন. সম্প্রতি ‘স্বাধীনতা দিবস’ উপলক্ষে কতজন কর্মীকে পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি (PMG) দেওয়া হয়েছে?

উত্তর: 229

প্রশ্ন. সম্প্রতি প্রথম কানাডিয়ান ওপেন শিরোপা কে জিতেছেন?

উত্তরঃ জানিক পাপী

প্রশ্ন. সম্প্রতি ‘নেহেরু ট্রফি বোট রেস’-এর 69তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে?

উত্তরঃ কেরালা

প্রশ্ন. কোন পাকিস্তানি ক্রিকেটার সম্প্রতি T20 ক্রিকেটে কমপক্ষে 10টি সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটার হয়েছেন?

উত্তরঃ বাবর আজম

Leave a Reply

Scroll to Top