Getting your Trinity Audio player ready...
|
বন্ধুরা দুমাস আগে বিশ্বভারতী ইউনিভার্সিটি তরফ থেকে যে লোয়ার ডিভিশন ক্লার্ক এমটিএস এবং ল্যাব এটেনডেন্ট পদের ভ্যাকান্সির বেরিয়েছিল এবং তার এক্সামিনেশন হয়ে গেছিল সেটির রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে ।
নিম্নে অফিশিয়াল নোটিফিকেশনটি যেটি প্রকাশিত হয়েছে সেটি যুক্ত করছি তোমাদের হেল্প হতে পারে , যদি অফিসিয়াল ওয়েবসাইট ডিস্টার্ব করে তাহলে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারো আমরা অলওয়েজ আছি তোমাদের জন্য।
তো যাই হোক নিচে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে এমটিএস পদের এক্সামিনেশন সেকেন্ড স্টেজের সেটি দ্বিতীয় সেপ্টেম্বর সংঘটিত হবে, তার জন্য সিলেবাস এবং যাবতীয় মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপার টোটালটি নোটিফিকেশনটিতে লেখা আছে।
অফিসিয়াল নোটিশ 👇
লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ল্যাব এটেনডেন্ট এর দ্বিতীয় স্টেজের এক্সাম আপাতত বলা হয়নি । সেটি মেনশন করে দেওয়া রয়েছে একদম লাস্ট লাইনে অফিসিয়াল নোটিফিকেশনে। যে সেটি পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে, আমরা জানতে পারলে তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবো বিষয়টি।
তোমরা একবার অফিসের পিডিএফ ডাউনলোড করে পড়ে নাও এবং আরো দুটি পিডিএফ অ্যাটাচ করছি এখানে, সেটাই যারা যারা কোয়ালিফাই করেছ তাদের মেরিট লিস্ট দেয়া রয়েছে। তোমরা একবার চেক করে নাও তোমাদের নাম আছে কিনা। ধন্যবাদ।
লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যারা পাশ করেছেন👇
MTS পদে যারা পাশ করেছেন 👇
ল্যাব অ্যাটেনডেন্ট 👇
Official Website