রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি নিয়োগের সুখবর। জেলা অফিস তথা জেলা ম্যাজিস্ট্রেট এর অফিসের তরফে বিভিন্ন গ্রুপ সি, ডি লেভেলের পদে নেওয়া হবে কর্মী। ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এখানে অনায়াসেই আপনি চাইলে আবেদন জানাতে পারেন।
পদের জন্য: একই সঙ্গে বিভিন্ন গ্রুপ সি, ডি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে এখানে। নিচে পদ অনুযায়ী বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
পদ – কুক, হাউস কিপার
শিক্ষাগত যোগ্যতা: এই দু ধরনের পদেই আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বোর্ড কিংবা সংস্থা থেকে আপনাকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য।
মাসিক বেতন: দু ধরনের পদেই নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 12,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদ – হাউস মাদার/ফাদার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ন্যুনতম 21 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: এক্ষেত্রে কর্মী পিছু মাসিক গড় বেতন 14,564/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদ – কাউন্সিলর
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: এখানে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 24-40 বছর বয়সের মধ্যে।
মাসিক বেতন: এখানে নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 23,170/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে খুবই সহজে আবেদন জানাতে পারবেন। নিচে বিস্তারিত আবেদন পদ্ধতি আলোচনা করা হয়েছে।
1. নিচে নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে, ভিজিট করে নিন।
2. নিজের গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য দিয়ে অনলাইন ফর্মটি ভালো করে পূরণ করে ফেলুন।
3. সেক্ষেত্রে পদের নাম, নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, আধার নম্বর, ক্যাটাগরি, যোগ্যতা, ঠিকানা ইত্যাদি তথ্য দেবেন।
4. সঙ্গে অবশ্যই নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
5. সবার শেষে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 31/08/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE