11th Aug 23 Current Affairs

প্রশ্ন. সম্প্রতি কোন রাজ্য 6134 কোটি টাকা ব্যয়ে হথিনী কুন্ড ব্যারেজে একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে?

উত্তরঃ হরিয়ানা



প্রশ্ন. সম্প্রতি হিমাচল প্রদেশ রাজ্য হস্তশিল্প ও তাঁত কর্পোরেশনের নাম পরিবর্তন করেছে কি?

উত্তরঃ স্নোক্র্যাফট



প্রশ্ন. ওয়ার্ল্ড প্রফেশনাল রেসলিং হাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তরঃ সংগ্রাম সিং



প্রশ্ন. সম্প্রতি কোন দেশে 18 শতকের তামিল পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়েছে?

উত্তরঃ ইতালি

READ MORE  29th Aug 23 Current Affairs

প্রশ্ন. G20 সদস্য দেশগুলির জন্য নিবেদিত একটি বিশেষ শিল্প প্রদর্শনী ‘টুগেদার উই আর্ট’ সম্প্রতি কোথায় চালু হবে?

উত্তরঃ পাটনা

প্রশ্ন. কোন রাজ্য সরকার সম্প্রতি ‘এক জেলা এক পণ্য’ (ODOP) প্রকল্প চালু করেছে?

উত্তরঃ গুজরাট

প্রশ্ন. সম্প্রতি কোন রাজ্যে ‘থেয়্যাম আচার শিল্প’ আয়োজন করা হয়েছে?

উত্তরঃ কেরালা

প্রশ্ন. সম্প্রতি কোন দিনে ‘আগস্ট ক্রান্তি দিবস’ পালিত হয়েছে?

উত্তরঃ ০৮ আগস্ট

প্রশ্ন. আফ্রিকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণের জন্য সম্প্রতি কে গ্লোবাল লিডার অ্যাওয়ার্ড 2023-এ সম্মানিত হয়েছেন?

উত্তরঃ জয়েশ সাইনি

প্রশ্ন. সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ CRCS অফিসের জন্য কী চালু করেছেন?

উত্তরঃ ডিজিটাল পোর্টাল

READ MORE  26th July 2023 Current Affairs

প্রশ্ন. সম্প্রতি কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন?

উত্তরঃ হুন মানেট

প্রশ্ন. কোন রাজ্য সরকার সম্প্রতি ‘মেক্সিকান’ রাজ্যের সাথে বিনিয়োগের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তরঃ উত্তরপ্রদেশ

প্রশ্ন. সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে টেসলা কোম্পানির নতুন সিএফও হিসেবে নিযুক্ত করা হয়েছে?

উত্তর: ‘বৈভব তানেজা’

Leave a Reply

Scroll to Top