কৃষ্ণনগরে সরকারি ভাবে ক্লার্ক ও ভূগোল শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি

Getting your Trinity Audio player ready...

হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গের একটি সরকারি স্কুলের তরফ থেকে সরকারি পদে শিক্ষিকা নিয়োগ করা হবে এবং সরকারি পদে ক্লার্ক নিয়োগ করা হবে এরকম একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে আজকের “এই সময়” পত্রিকাতে। আসুন জেনে নিই স্কুলটি কোথায়, স্কুলের নাম কি এবং কিভাবে আবেদন করব ও যাবতীয় ডিটেলস ।

স্কুলের নাম : কৃষ্ণনগর কুইন্স গার্লস হাই স্কুল। স্কুলটি কৃষ্ণনগর সিটি (1) এ অবস্থিত এবং স্কুলটি ক্রিশ্চিয়ান মাইনরিটি এর আন্ডারে। আগামী ২২ শে আগস্ট এর আগে যারা ইচ্ছুক প্রার্থীরা আছে তারা আবেদন করতে পারেন নিচের দেওয়া অ্যাড্রেস এ ।

টু দ্য সেক্রেটারি, কুইন্স গার্লস হাই স্কুল (এইচএস) পিও-কৃষ্ণনগর, পিন-741101 (নদিয়া, W.B) এই ঠিকানায় । ডাকযোগে বিজ্ঞাপনের তারিখ থেকে 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। বায়ো-ডেটা এবং এপিকের (ভোটার কার্ড) ফটোকপি সহ সমস্ত প্রশংসাপত্রের স্ব-প্রত্যয়িত ফটোকপির দুটি সেট সংযুক্ত করতে হবে । যোগ্য ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবেন ।

READ MORE  7th July 23 চাকরীর টুকরো খবর (নন টিচিং)

স্যালারি ও বয়স :
3রা ফেব্রুয়ারি 2016 তারিখের G.O 79-ES/S/10R-14/2013 অনুযায়ী নিয়োগ করা হবে। SSC (স্কুল সার্ভিস কমিশন) নিয়ম অনুযায়ী বয়সসীমা ইত্যাদি মেনে নিয়োগ করা হবে। সরকারের জন্য সর্বশেষ ROPA অনুযায়ী বেতনের স্কেল । অসম্পূর্ণ আবেদন সংক্ষিপ্তভাবে প্রত্যাখ্যান করা হবে।

নোটিফিকেশনে TGT পোস্টে ভূগোল শিক্ষিকা নেওয়া হবে ও গ্রুপ C কর্মী নিয়োগ করা হবে, এমন টি মেনসন করা হয়েছে ।
GOVERNMENT নিয়ম অনুযায়ী শিক্ষিকা পদে যারা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে ভূগোল বিষয় নিয়ে ও বি এড কমপ্লিট করে থাকতে হবে । এবং গ্রুপ সি পদে যারা আবেদন করতে চান সেক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন কিন্তু সঙ্গে কম্পিউটারের নলেজ থাকা বাধ্যতামূলক ।

READ MORE  অফিসিয়াল পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের

যারা ইচ্ছুক পার্থী আছেন । তারা আপনাদের সিভি ও এক কপি চিঠি (আবেদন পত্র) ও যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি পাঠিয়ে আবেদন করতে পারবেন ।

নির্বাচন পদ্ধতি : লিখিত পরীক্ষা, সাক্ষাত্কার এবং ডেমো ক্লাস (টিচিং পদের জন্য) হবে। তারপর মেরিট লিস্ট প্রকাশ করা হবে ও নিয়োগ সম্পন্ন করা হবে ।

READ MORE  নবোদয় বিদ্যালয় শিলং রিজিয়নে সমস্ত বিষয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ :

অফিসিয়াল Advertisement টি ভালো ভাবে দেখে নেবেন । যাতে ভুল ত্রুটি না হয় আবেদনের সময় । নিচে সংযুক্ত করা হলো ।

Leave a Reply

Scroll to Top