GOVERNMENT OF WEST BENGAL
নিয়োগ বিজ্ঞপ্তি
শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শিক্ষানিকেতন-এর তরফ থেকে (১) Asst. Teacher (একটি) এবং (২) Clerk- Cum Typist (একটি) পদে স্টাফ নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
৩১শে আগষ্ট, ২০২৩ বেলা ৪ টের মধ্যে দরখাস্ত জমা দিতে হবে স্কুলের ঠিকানায় ।
স্কুলে ক্লার্ক পদে আবেদন করতে হলে যোগ্যতা চাওয়া হয়েছে কেবল মাধ্যমিক । ও কম্পিউটারের সার্টিফিকেট এর কথাও উল্লেখ করা হয়নি । তবে হ্যাঁ । টাইপিং এ 40 টি শব্দ মিনিটে তুলতে হবে এমন টি মেনসন করা হয়েছে । আশা করা যায় এই পোস্টে তোমরা অনেকেই আবেদন করতে পারবে । পোস্টটি জেনারেল পোস্ট হিসেবেই উল্লেখ করা হয়েছে ।
পরের পোস্ট টি স্কুল শিক্ষক পদ । সম্ভবত প্রাইমারী সেকশনের জন্য নিয়োগ করা হবে । সে জন্য যোগ্যতা এইচ এস এবং ব্লাইন্ড টিচিং এর ওপর কোনো কোর্স করা থাকলে আবেদন করা যাবে । কারণ স্কুল টি বোঝায় যাচ্ছে বন্ধুরা দৃষ্টিহীন শিক্ষার্থী দের জন্য । এ ক্ষেত্রে এই পদ টি ওবিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেট দের জন্য সংরক্ষিত রয়েছে ।
আবেদন করার শেষ তারিখ 31 আগস্ট বলা হয়েছে ।
এবং যারা আবেদন করতে চাও তারা নিচে ডাউনলোড বাটন থেকে ফর্ম টি ডাউনলোড করে । ফুল ফিল করে তার সাথে সমস্ত ডকুমেন্টস যুক্ত করে বাই স্পিড পোস্ট, বা বাই রেজিষ্টার পোস্ট বা বাই হ্যাঁ জমা দিয়ে আসতে হবে স্কুলের ঠিকানায় ।
স্কুলের ঠিকানা হলো – শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শিক্ষানিকেতন, কালিডাঙ্গা, P.O.- Kharbona, P.S. – রামপুরহাট, জেলা বীরভূম 731233 (W.B)
অফিসিয়াল পিডিএফ ডাউনলোড করতে 👇
আরো ডিটেইলস নিম্নে দেওয়া হলো –
সরকারে নিম্নলিখিত পদের জন্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরম্যাটে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। স্পনসরড স্কুল যথা শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শিক্ষানিকেতন, কালিডাঙ্গা, P.O.- খরবোনা, রামপুরহাট, বীরভূমা গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের নিয়োগ নির্দেশিকা অনুসারে, সরকার। পশ্চিমবঙ্গের। আবেদনপত্রের সমস্ত কলাম যথাযথভাবে পূরণ করতে হবে যা ওয়েবসাইটে পাওয়া যাবে: www.birbhum goy-এ এবং জেলা গণশিক্ষা সম্প্রসারণ আধিকারিক, বীরভূম, টিকাপাড়া, P.O-এর অফিস থেকে। পুনশ্চ. সুরি। জেলা বীরভূম 731101 (W.B) পাশাপাশি ইনস্টিটিউটের অফিস থেকে: শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শিক্ষানিকেতন। কালিডাঙ্গা। P.O.- খরবোনা, P.S. রামপুরহাট, জেলা বীরভূম 731233 (W.B) সকাল 11 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত সমস্ত কর্মদিবসে (সরকারি ছুটি ছাড়া)। প্রাসঙ্গিক নথিসহ আবেদনপত্রের হার্ডকপি নিবন্ধিত পোস্ট/স্পিড পোস্ট/কুরিয়ার/হাতে (ড্রপ বক্স) ইনস্টিটিউটের অফিসে সদস্য-সচিবের অনুকূলে জমা দিতে হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শিক্ষানিকেতন, কালিডাঙ্গা, P.O.- Kharbona, P.S. – রামপুরহাট, জেলা বীরভূম 731233 (W.B) এবং বিকাল 4 টার পরে কোনও আবেদন গ্রহণ করা হবে না। 31″ আগস্ট, 2023 তারিখে। তথ্যের কোনো বাদ/দমন প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে কোনো কারণ দর্শানো ছাড়াই আবেদন বা প্রার্থীতা প্রত্যাখ্যানের দিকে পরিচালিত করবে।
শিক্ষকতা পদে আবেদনের ফর্ম ডাউনলোড করুন 👇
পোস্টের বিশদ বিবরণ নিম্নরূপ:
স্যালারি : দুটি পদের ক্ষেত্রেই পে ম্যাট্রিক্সে লেভেল 6 টাকা ROPA 2019- অনুযায়ী 22,700/- 58.500/- মাসিক বেতন দেওয়া হবে ।
বয়স : দুটি পদের ক্ষেত্রেই বয়স 01.01.2023 তারিখ অনুযায়ী 40 বছরের বেশি নয় (সরকার অনুসারে শিথিলকরণ।
ক্লার্ক পদে আবেদনের ফর্ম ডাউনলোড করতে 👇
বিশেষ নির্দেশাবলী:
1. সারণিতে উল্লিখিত যোগ্যতা অবশ্যই প্রার্থীকে বিজ্ঞাপন প্রকাশের আগে বা তার আগে প্রাপ্ত করতে হবে।
2. EPIC/PAN কার্ড/আধার কার্ড পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক সহ ফটোগ্রাফ/সক্ষম সরকার কর্তৃক ইস্যু করা অন্য কোনো ছবির পরিচয়পত্রের মতো কোনো আসল ছবির পরিচয়পত্র। কর্তৃপক্ষ ইন্টারভিউ বোর্ড বা পরীক্ষার হল যে ক্ষেত্রেই হোক না কেন অনুমতি দেওয়া হবে না।
3. একবার জমা দেওয়া আবেদন চূড়ান্ত বলে গণ্য হবে। প্রার্থীদের বিরুদ্ধে করা এন্ট্রিগুলি পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে
নির্ধারিত আবেদন জমা দেওয়ার আগে প্রতিটি কলাম পুঙ্খানুপুঙ্খভাবে।
4. নির্বাচন কমিটি যেকোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। 5. প্রয়োজনে নির্বাচন পদ্ধতিতে যেকোনো পরিবর্তন করার অধিকার নির্বাচন কমিটি সব পরিস্থিতিতে সংরক্ষণ করে।
6. গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা, গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবার আদেশ অনুসারে নির্বাচন কমিটি সমস্ত পরিস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া বাতিল বা স্থগিত করার অধিকার সংরক্ষণ করে৷ পশ্চিমবঙ্গের।
7. এই বিষয়ে আরও আপডেটের জন্য প্রার্থীদের নিয়মিতভাবে জেলার ওয়েবসাইট (https://birbhum.gov.in) অনুসরণ করতে হবে ।
জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক (বীরভূম) ও শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শিক্ষানিকেতন-এর Notice Board-এর বিজ্ঞপ্তি দেখুন ।
অফিসিয়াল ওয়েবসাইট 👇