1207 শূন্যপদে এসএসসিতে গ্রেড C, D পদে কর্মী নিয়োগ, যোগ্যতা উচ্চমাধ্যমিক | Gr C, D Recruitment 2023

1207 শূন্যপদে এসএসসিতে গ্রেড C, D পদে কর্মী নিয়োগ, যোগ্যতা উচ্চমাধ্যমিক | Gr C, D Recruitment 2023

হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই অনেক দিন ধরেই তোমাদের যোগ্যতা অনুযায়ী একটি চাকরী খুঁজছো, বা খবর পেতে চাইছো । তো একটি ভালো খবর বলতে পারো তোমাদের জন্য ।
এবার, আরো একবার এসএসসির তরফে জারি হলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। একই সঙ্গে অসংখ্য শূন্যপদে নেওয়া হবে কর্মী যেখানে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ চাইলেই চাকরির জন্য আবেদন করতে পারবে।

নিয়োগকারী সংস্থা: এসএসসি তথা স্টাফ সিলেকশন কমিশনের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।

পদের নাম: এসএসসির এই নিয়োগে প্রধান দু ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা, স্টেনোগ্রাফার গ্রেড C এবং স্টেনোগ্রাফার গ্রেড D।

READ MORE  বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় অতিথি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

মোট শূন্যপদ: মোটামুটি ভালো শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। আপাতত সব মিলিয়ে 1207 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

প্রার্থীর বয়সসীমা: স্টেনোগ্রাফার গ্রেড C পদে আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা 18-30 বছর। এবং স্টেনোগ্রাফার গ্রেড D পদে আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা 18-27 বছর।

রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় রয়েছে। এক্ষেত্রে SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবে।

READ MORE  12th July 23 চাকরীর টুকরো খবর (টিচিং+নন টিচিং)

আবেদন পদ্ধতি: এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে।

1. নিজের যাবতীয় তথ্য দিয়ে সবার প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে হবে।

2. এক্ষেত্রে নিজের আধার নম্বর, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্মতারিখ, জেন্ডার, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি তথ্য দেবেন।

3. রেজিস্ট্রেশন শেষে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন এবং আরো কিছু তথ্য দিন।

4. নিজের যাবতীয় ডকুমেন্ট, পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এক এক করে আপলোড করে সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন।

READ MORE  📢 KVS 3-টিয়ার পরীক্ষা নিয়ে ভাইরাল ভুয়া নোটিস – আসল সত্য কী? 📰❌💡

আবেদনের সময়সীমা: আগামী 23/08/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

ONLINE REGISTRATION: CLICK HERE

APPLY ONLINE/ LOGIN: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top