হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গের Delhi Public School এর তরফ থেকে বেশ ভালো Vacancy প্রকাশিত হয়েছে । সমস্ত বিষয়েই শূন্যপদ দেখা যাচ্ছে । নোটিফিকেশনে শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে ও গ্রুপ C গ্রুপ D কর্মী নিয়োগ করা হবে, এমন টি মেনসন করা হয় হয়েছে ।
শিক্ষক শিক্ষিকা যোগ্যতা অনুযায়ী প্রাইমারী, আপার প্রাইমারী ও কিন্ডারগার্টেন পদে আবেদন করতে পারবে । বিভিন্ন কোয়ালিফিকেশন অনুযায়ী সমস্ত পদে আবেদন করা যাবে । যারা ইচ্ছুক পার্থী আছেন । তারা নিচের দেওয়া ইমেইল আইডি তে আপনাদের সিভি ও এক কপি চিঠি (আবেদন পত্র) পাঠিয়ে আবেদন করতে পারেন ।
কোন কোন বিষয়ে শূন্য পদ আছে টা নিম্নের অফিসিয়াল পিডিএফ ডাউনলোড করে দেখে নিতে পারেন ।
দিল্লি পাবলিক স্কুল, বারাসত
(ডিপিএস সোসাইটি নিউ দিল্লির সাথে অনুমোদিত)
পীরগাছা, টাকি রোড, P.S. – দত্তপুকুর, উত্তর 24 পরগণা, কলকাতা – 700128
যোগাযোগ নম্বর +91 336820 4454/55, +91 98361 23331/98749 23500
ই-মেইল: info@dpsbarasat.com, ওয়েবসাইট: www.dpsbarasat.com

নির্বাচন পদ্ধতি : লিখিত পরীক্ষা, সাক্ষাত্কার এবং ডেমো ক্লাস (টিচিং পদের জন্য) হবে। তারপর মেরিট লিস্ট প্রকাশ করা হবে ও নিয়োগ সম্পন্ন করা হবে ।
আবেদনকারীদের অবশ্যই ভাল একাডেমিক পটভূমি, ইংরেজিতে চমৎকার যোগাযোগ দক্ষতা, শিক্ষাদান এবং সহ-পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপে অভিজ্ঞতা থাকতে হবে । বিশেষত CBSE স্কুলে।
আপার প্রাইমারী তে শূন্যপদ এর বিষয় গুলি হলো –
ইংরেজি/গণিত/ পদার্থবিদ্যা/ রসায়ন/ জীববিদ্যা/ কম্পিউটার বিজ্ঞান/ ইতিহাস/ ভূগোল/ হিন্দি/ বাংলা/ শিল্প ও কারুশিল্প/ নৃত্য/ সঙ্গীত/ শারীরিক শিক্ষা ।
প্রাইমারী বিভাগে শূন্যপদ যে বিষয়ে –
ইংরেজি / গণিত / ইভিএস / সামাজিক স্টাডিজ / হিন্দি বাংলা / সাঁতার প্রশিক্ষক ।
যোগ্যতা : MA/MSc
অগ্রাধিকার পাবেন যদি –
B.Ed থাকে | অভিজ্ঞতা থেকে | ইংরেজি মাধ্যম থেকে পড়াশুনো করে থাকেন ।
এছাড়া মন্টেসরির শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে । বিস্তারিত দেখুন অফিসিয়াল পিডিএফ এ।
অন্যান্য পদ –
পরিবহন ইনচার্জ স্টোর ইনচার্জ
ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ
ব্যাক অফিস এক্সিকিউটিভ
বিপণন নির্বাহী
আইটি এক্সিকিউটিভ
হিসাবরক্ষক
নার্স
হাউসকিপিং সুপারভাইজার
গবেষণাগার সহকারী
ইলেকট্রিশিয়ান
দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী বেতন।
স্থানান্তর করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করা যেতে পারে।
অনুগ্রহ করে ছবিসহ আপনার বিস্তারিত CV ই-মেইল করুন cv@dpsbarasat.com
-এ
অফিসিয়াল ওয়েবসাইট – ক্লিক করুন
অফিসিয়াল নোটিফিকেশন – ক্লিক করুন
