মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে জেল পুলিশ নিয়োগ, বেতন 22,700/- টাকা | WB Jail Police Recruitment 2023

পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। রাজ্যে এবার জেল পুলিশ নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। আপনি যদি রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা হয়ে থাকেন এবং ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে পুলিশ এর চাকরী করতে আগ্রহী, তাহলে আর্টিকেল টি সম্পূর্ণ পড়তে পারেন । এখানে একই সঙ্গে অসংখ্য শূন্যপদে কর্মী নেওয়া হবে , যেখানে পুরুষ থেকে মহিলা সবাই আবেদন যোগ্য। বিস্তারিত বিবরণ নিম্নরূপ।

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড তথা West Bengal Police Recruitment Board (WBPRB) এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।

READ MORE  This Brain Teaser Riddle Will Keep You on Your Toes! Can You Solve it within 10 Seconds? - Jagran Josh

পদের নাম: এই নিয়োগের মধ্য দিয়ে জেল পুলিশ নিয়োগ করা হবে। আরো ভালো করে বলতে গেলে ওয়ার্ডার এবং ফিমেল ওয়ার্ডার পদে নেওয়া হবে কর্মী।


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

প্রার্থীর বয়সসীমা: ন্যুনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সর্বোচ্চ 27 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।

মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 22,700/- টাকা। বেতন সর্বোচ্চ 58,500/- টাকা।

READ MORE  সারদা বিদ্যামন্দিরে (বাংলা মিডিয়াম) শিক্ষক শিক্ষিকা নিয়োগ (রায়গঞ্জ)

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

1. সেখান থেকে নিয়োগের অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন এবং যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।

2. অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন।

3. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।

4. নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করুন।

READ MORE  চাকরীর টুকরো খবর 5ই অক্টোবর 23

5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top