2nd Aug 23 Current Affairs

প্রশ্ন. সম্প্রতি গুজরাট রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে উদ্বোধন করেছেন?

উত্তরঃ সেমিকন ইন্ডিয়া

প্রশ্ন. সম্প্রতি কোন লেখক অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সাহিত্য সম্মান ‘মাইলস ফ্র্যাঙ্কলিন’ সাহিত্য পুরস্কার 2023-এ ভূষিত হয়েছেন?

উত্তর: শঙ্করী চন্দ্রন

প্রশ্ন. কোন রাজ্য সরকার সম্প্রতি ‘সৌরাষ্ট্র নর্মদা অবতারন সেচ প্রকল্প’ (SAUNI) প্রকল্পটি সম্পন্ন করেছে?

উত্তর: গুজরাট রাজ্য সরকার

প্রশ্ন. সম্প্রতি বিহার রাজ্য এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB) এর মধ্যে কতটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে?

উত্তর: $295 মিলিয়ন

প্রশ্ন. সম্প্রতি, কোন রাজ্য সরকারের নগর পরিষেবা সম্প্রসারণের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB) দ্বারা $200 মিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে?

উত্তরঃ রাজস্থান

প্রশ্ন. কোন বিখ্যাত ফরাসি লেখক সম্প্রতি 94 বছর বয়সে মারা গেছেন?

উত্তরঃ মিলান কুন্ডেরা

প্রশ্ন. সম্প্রতি ভারতের ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন (NAFED) এর MD হিসাবে অতিরিক্ত দায়িত্ব কে গ্রহণ করেছেন?

উত্তরঃ রিতেশ চৌহান

প্রশ্ন. সম্প্রতি কোন রাজ্য সরকারের ‘বাল শ্রমিক বিদ্যা যোজনা’ প্রসারিত হবে?

উত্তরঃ উত্তরপ্রদেশ

প্রশ্ন. কোন ইংল্যান্ড ক্রিকেটার সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন?

উত্তরঃ স্টুয়ার্ট ব্রড

প্রশ্ন. কোন দেশ সম্প্রতি তাইওয়ানের জন্য $345 মিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে?

উত্তরঃ আমেরিকা

Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top