” ২৮শে জুলাই ” – প্রতাপ চন্দ্র দাস

২৮শে জুলাই –
—- প্রতাপ চন্দ্র দাস (২৮/০৭/২০)
================================
বিপ্লবের বার্তা
আজও হুংকারিত
কৃষক শ্রমিকের রক্তে রক্তে,

বিপ্লবের বার্তা
আজও ব’য়ে চলে
তোমার দেখানো পথে পথে।

তোমাকে
যারা বাঁচতে দেয়নি
তারা আজ এক আসরে আওয়াজ তুলছে।

বাঁচার জন্য
তোমার বেঁচে থাকাটা
ওদের কাছে ভয়ংকর শত্রু হ’য়ে উঠেছিল।

বিপ্লবের গান
তুমি গাইতে কৃষক শ্রমিকের পাশে ব’সে,

বিপ্লবের গান
তুমি ছড়িয়ে দিয়েছো আকাশে বাতাসে।

READ MORE  ডি. গুকেশ: সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়ে ভারতের ইতিহাসে নতুন অধ্যায়।।


ওরা সেই গানকে স্তব্ধ করে দিয়েছে
ওদের স্বার্থ বাঁচানোর জন্য

ওরা বাঁচবে ব’লে
তোমার পাঁজর ভেঙে মেকি বিপ্লবের ছবি এঁকেছে

ওরা আজ এক আসরে আওয়াজ তুলছে।

ওরা বাঁচবে ব’লে
আজও তোমাকে হত্যা ক’রছে।

ওরা বাঁচতে চায়
মুখোশের আড়ালে তোমাকে হত্যা করে।
ওরা বাঁচতে চায়
কমিউনিজমের আদর্শকে খুন ক’রে।

তোমাকে
যারা বাঁচতে দেয়নি
তারাও আজ এক আসরে আওয়াজ তুলছে!
===============================

READ MORE  বিশ্ব মৃত্তিকা দিবস: ৫ ডিসেম্বর

🖋️কলমে : প্রতাপ চন্দ্র দাস

Leave a Reply

Scroll to Top