সর্ব শিক্ষা অভিযান নিয়োগ 2023 | 22 টি শূন্য পদ


SSA EKHD নিয়োগ 2023: সহকারীর শূন্যপদ পূরণের জন্য স্ট্যান্ডার্ড ফর্মে আবেদন আহ্বান করা হচ্ছে –

মাধ্যমিক বিদ্যালয় এবং RMSA এ সহকারী শিক্ষক

চুক্তিভিত্তিক পূর্ব খাসি পার্বত্য জেলার মধ্যে সমগ্র শিক্ষা অভিযানের অধীনে আপগ্রেড হওয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে অধ্যাপক নিয়োগ করা হবে । আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৪ঠা আগস্ট 2023।

নিম্নে কোন বিষয়ে কোটি পদ আছে, দেওয়া হলো –

1. পদের নাম:- সহকারী প্রভাষক | মোট পদের সংখ্যা:- ২১

বিভাগ/বিষয়ভিত্তিক শূন্যপদের তালিকা:

1. ইংরেজি: 3টি পোস্ট

2. খাসি: 4টি পদ

3. ইতিহাস: 1 টি পোস্ট

4. রাষ্ট্রবিজ্ঞান: 4টি পদ

5. অর্থনীতি: 2 টি পদ

6. শিক্ষা: 3টি পদ

7. ভূগোল: 1টি পোস্ট

8. দর্শন: 1 টি পোস্ট

READ MORE  IIT Kharagpur launches new healthcare training centre for rural medical workers

বয়স সীমা:- 01.01.2023 অনুযায়ী 18 থেকে 32 বছর। SC/ST-এর জন্য ঊর্ধ্ব বয়সের ছাড় 5 বছর পর্যন্ত এবং যারা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে চাকরি করছেন তাদের জন্য বয়সের ছাড় 40 বছর পর্যন্ত।

বেতন:- 31,000/- টাকা প্রতি মাসে

প্রয়োজনীয় যোগ্যতা:

বিএড সহ প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি । একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমমানের স্বীকৃত ডিগ্রী ।
অথবা,
দুই বছরের YESES ইন্টিগ্রেটেড M.Sc.Ed. + 2 (দুই) বছরের শিক্ষণ অভিজ্ঞতা সহ কোর্স বা সমতুল্য কোর্স।

2. পদের নাম:- সহকারী শিক্ষক (গণিত)

পদ সংখ্যা:- 1

বয়স সীমা: 01.01.2023 অনুযায়ী 18 থেকে 32 বছর। SC/ST-এর জন্য ঊর্ধ্ব বয়সের ছাড় 5 বছর পর্যন্ত এবং যারা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে চাকরি করছেন তাদের জন্য 40 বছর পর্যন্ত।

বেতন:- টাকা। 29,000/- প্রতি মাসে

■ প্রয়োজনীয় যোগ্যতা:- বিএড সহ গণিতে মেজর/ব্যাচেলর অফ সায়েন্স (পিসিএম) সহ বিজ্ঞান স্নাতক।

READ MORE  6th July 23 চাকরীর টুকরো খবর (টিচিং)

কম্পিউটারে ডিপ্লোমা সার্টিফিকেট বা শিক্ষকতার পাশাপাশি খেলাধুলা, সহপাঠ্যক্রমিক কার্যক্রম, শিল্প/নৈপুণ্য/সংস্কৃতি ইত্যাদিতে সক্রিয় জড়িত থাকা প্রার্থীদের অতিরিক্ত সুবিধা হবে।

SSA EKHD নিয়োগ 2023-এর জন্য কীভাবে আবেদন করবেন:

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে 4ই আগস্ট 2023 এর আগে । অফিস সময়ে ।

জেলা স্কুল শিক্ষা অফিসার এবং জেলা প্রকল্প সমন্বয়কারী, সমগ্র শিক্ষা, পূর্ব খাসি পাহাড় জেলা, শিলং, লাইতুনিখরা-এর অফিসে।

রুম নং 5এ, ডিআরটি ক্যাম্পাস, নংরিমাও,

স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অথবা আমরা নিচে সংযুক্ত করে দিচ্ছি । ডাউনলোড করে নিতে পারেন এখান থেকেই ।

READ MORE  ইস্টার্ন রেলওয়ে হাই স্কুল এ কম্পিউটার এবং ড্রইং/পেইন্টিং/ফাইন আর্টস শিক্ষক শিক্ষিকা নিয়োগ

আবেদনকারীদের আবেদনপত্রে যোগাযোগ নম্বর এবং ইমেল ঠিকানা উল্লেখ করতে হবে। ফটোকপি পাসপোর্ট সাইজের সাথে যথাযথভাবে প্রত্যয়িত সমস্ত মার্কশিট, পাস করা সার্টিফিকেট, এবং অভিজ্ঞতার শংসাপত্রের ফটোকপি স্ক্রীনিংয়ের জন্য পাঠাতে হবে । যাচাইয়ের জন্য সাক্ষাত্কারের সময় মূল নথিগুলি উপস্থাপন করতে হবে।

শিক্ষক শূন্য পদের অফিসিয়াল বিজ্ঞপ্তি।

👇👇 নিম্নে ডাউনলোড বাটনে ক্লিক করে ফর্ম টি ডাউনলোড করে নিন 👇👇

👇👇 Official Advertisement ডাউনলোড করতে 👇👇

Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top