বিভিন্ন পদে, বিভিন্ন যোগ্যতায় বেশ কয়েকটি শূন্যপদ রয়েছে বন্ধুরা । যারা ইচ্ছুক আবেদন করতে তারা পুরো বিষয়টি পড়ে নির্দিষ্ট ঠিকানায় আবেদন করে ফেলো –
বিজ্ঞপ্তি তে যেটি বলা হয়েছে –
বিভিন্ন চুক্তিভিত্তিক পদে নিযুক্ত হওয়ার জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে এখানে সংযুক্ত (সংযোজন-X) নির্ধারিত বিন্যাসে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। মিশন বাত্সল্য নির্দেশিকা এবং সরকার দ্বারা পরিচালিত বিদ্যাসাগর বালিকা ভবন এ (ভিলে-গোপে, PO.- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, পিএস-কতোওয়ালী তে) অবস্থিত স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি (এসএএ) ও চাইল্ড কেয়ার ইনস্টিটিউট (সিসিআই) তে নিয়োগ করা হবে ।
ঠিকানা : কোতোয়ালি, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন.- 721102 যা মেদিনীপুর রেলস্টেশন, বাস টার্মিনাস এবং মেদিনীপুর কালেক্টরেট থেকে 2.5 কিমি দূরে। আবেদনকারীকে পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা হতে হবে। নিম্নে এক এক করে সব পোস্ট ও যোগ্যতা আলোচনা করা হলো ।
পদের নাম: Child Welfare Officer (CWO)/ Case Worker/ Probation Officer
শিক্ষাগত যোগ্যতা: এই পদে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীদের গ্রাজুয়েট হতে হবে, এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পিডিএফ এ সেটি ডিটেইলস এ বলা হয়েছে ।
বেতন: যে সমস্ত চাকরিপ্রার্থীরা Child Welfare Officer (CWO)/ Case Worker/ Probation Officer পদে আবেদন করবেন তাদের প্রতিমাসে ২৩,১৭০/-টাকা করে বেতন দেওয়া হবে।
বয়স: এই পদে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
পদের নাম: House Mother (Residential)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশ হলে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
বেতন: যে সমস্ত চাকরিপ্রার্থীরা হাউজ মাদার পদে চাকরি করবেন তাদের প্রতিমাসে ১৪,৫৬৪/- টাকা করে বেতন দেওয়া হবে।
বয়স: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হতে বা অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
পদের নাম: Helper-cum-Night Watchman (Erstwhile Helper) (Residential)
শিক্ষাগত যোগ্যতা: এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
বেতন: প্রতিমাসে ১২,০০০/- টাকা করে বেতন এই পদের জন্য ।
বয়স: বয়স সিমা অবশ্যই ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ।
পদের নাম: কুক
শিক্ষাগত যোগ্যতা: এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
বেতন: যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করবেন তাদের প্রতিমাসে ১২,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।
বয়স: বয়স হতে হবে অবশ্যই ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
পদের নাম: Nurse of SAA (Residential)
শিক্ষাগত যোগ্যতা: এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। ও নার্স সম্পর্কিত সার্টিফিকেট কোর্স যা অফিসিয়াল পিডিএফ এ দেওয়া আছে । ও অভিজ্ঞতা।
বেতন: যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করবেন তাদের প্রতিমাসে ১২,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।
বয়স: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হতে বা অবশ্যই ২৩ থেকে ৪০ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি: যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে প্রথমে আবেদনকারীকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে এরপর সেটি প্রিন্ট আউট করে সঠিক ভাবে ফিলাপ করতে হবে। আবেদন পত্রের সঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে সমস্ত কিছু একত্রিত করে একটি খামে ভরে দেওয়া ঠিকানায় আবেদন পত্রটিকে পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: District Child Protection Unit (DCPU) under Social Welfare Section, Collectorate, PO.- Midnapore, Dist.- Paschim Medinipur, Pin.- 721101, West Bengal.
নিয়োগ পদ্ধতি: যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন জানাবেন তাদের লিখিত পরীক্ষা হবে তারপর ভাইভা নেওয়া হবে । সিলেবাস নিম্নে দেওয়া হলো –

আবেদনের শেষ তারিখ: এখানে আবেদন জানাতে হলে আবেদনকারীকে ৭ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে আবেদন জানাতে হবে।
বিস্তারিত তথ্য জানতে হলে আবেদনকারীকে অবশ্যই নিচে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন।
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE