নিজস্ব প্রতিবেদন: তারিখ ২২ জুলাই ২০২৩: রাত ৯: ৪৪ মিনিট
এই মুহূর্তের সব থেকে বড় খবর সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে এফআইআর করলেন এক ব্যক্তি। গতকালকে একুশে জুলাই মঞ্চের অনুষ্ঠানের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে এফআইআর করলেন জনৈক এক ব্যক্তি। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে মেল মারফত এই এফআইআর করা হয়। রাজর্ষি লাহিরি নামে জনৈক এক ব্যক্তি রবীন্দ্র সরোবর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে এফ আই আর দায়ের করেন। মেইল মারফত সেই অভিযোগ জানানো হয়। মেলের কপি কলকাতার পুলিশ কমিশনার ,ডেপুটি কমিশনার এবং জয়েন্ট কমিশনার কে পাঠিয়ে দেওয়া হয়েছে। 5ই আগস্ট বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাওয়ের যে বিষয় তার ঘোষণা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দলের কর্মচারীদের নির্দেশ দিয়েছেন সেই কর্ম সুচি পালন করার।
রাজর্ষি বাবুর দাবি তিনি এই বিষয়টি শোনার পরে নিরাপত্তা হীনতায় ভুগছেন। এতে পরিবারের সদস্যরাও কোনোভাবে আক্রান্ত হতে পারে এবং তার জন্য তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং এই পরিপ্রেক্ষিতে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। এ বিষয়ে পুলিশের মুখ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। শোনার পরেই এফআইআর করা হয়েছে বিজেপি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।