নমস্কার বন্ধুরা, দীর্ঘদিন ধরে আপনারা যারা শিক্ষকতা পেশায় যুক্ত হতে চাইছেন । আপনাদের জন্য একটা ভালো সুযোগ । কনট্র্যাক্টচুয়াল বেসিসে নিয়োগ হলেও, আপনার পারফরমেন্স যদি ভালো থাকে তবে চাকরিটি করার ডেট এক্সটেন্ড হতে পারে বা পদটি স্থায়ী ভাবে আপনি পেতে পারেন ।
এবার বিষয় টি হলো । নিয়োগের বিজ্ঞপ্তি টি কথা থেকে এসেছে? নিয়োগ টি আসলে আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকে এসেছে । এটি শুনে অনেকেই আপসেট হয়ে বেরিয়ে যেতে পারেন । কিন্তু একটু পড়ে যান আর্টিকেল টি । Contractual নিয়োগ তাও বাইরের রাজ্যে গিয়ে ঠিক পোশাবে না ভাবছেন । কিন্তু সেখানে পড়িয়ে যে অভিজ্ঞতাটি পাবেন সেটি অনেক কাজে লাগবে আপনাদের ও স্থায়ী হওয়ার ও সুযোগ আছে। আর শূন্যপদ ও তো কম নয় । আর সব থেকে বড় বিষয় কোনো এক্সামিনেশন হবে না । কেবল ইন্টারভিউ দিয়েই সুযোগ টি পাবেন আপনারা ।
এবার মূল বিষয়, কি কি সাবজেক্টে শূন্যপদ আছে ? শূন্যপদ গুলি কি কি বিষয়ে আছে ? নিচে সংক্ষেপে আলোচনা করছি । TGT (ভূগোল/ইতিহাস/পল সাইন্স/ইকোনমিক্স/ইংরেজি) বিষয় এ 14 টি শূন্যপদ ।
ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথ নিয়ে যারা পড়েছেন সে ক্ষেত্রে 6 টি শূন্যপদ এবং কেমিস্ট্রি বোটানি ও যুলজি নিয়ে যারা পড়েছেন সে ক্ষেত্রে 5 টি শূন্যপদ।
# সংস্কৃত বিষয়ে 4 টি শূন্যপদ ও হিন্দি তে 10 টি শূন্য পদ । # প্রাইমারী শিক্ষক শিক্ষিকা পদে 77 টি শূন্যপদ এবং # PGT ফিজিক্স পদে 1 টি শূন্য পদ ।
এর অর্থ শূন্য পদ কিন্তু কম নয় । এবং সুযোগ ভালো । অন্তত অভিজ্ঞতার কারণে ইন্টারভিউ উপস্থিত হতেই পারেন । এবার আর একটা মূল প্রশ্ন স্যালারি কত?? 12000 টাকা প্রাইমারী তে এবং টিজিটি পোস্টে 16000 পর্যন্ত মাইনে দেওয়া হবে । এছাড়া আরো কিছু নিয়মাবলী লেখা আছে । আপনারা অফিসিয়াল পিডিএফ থেকে সেটি পড়ে নিতে পারেন । নিচে পিডিএফ ডাউনলোড বাটন থেকে ডাউন লোড করে নিতে পারবেন।

কি ভাবে আবেদন করবেন ? এবং কি ভাবেই বা বাছাই করবে তারা ??
আগ্রহী প্রার্থীরা উপরে উল্লিখিত যোগ্যতার মানদণ্ড পূরণ করে শুধুমাত্র রেজিডি পোস্ট / স্পিড পোস্টের মাধ্যমে প্রয়োজনীয় নথির জেরক্স কপি সহ অ্যানেক্সার-এ তে দেওয়া পূরণকৃত আবেদনপত্র জমা দিতে পারেন। পূরণকৃত আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি এনভেলাপ / খামে ভরে “অতিথি শিক্ষক পদের জন্য আবেদন” লিখে এটি জেলা কল্যাণ অফিস (DWO), ময়ূরভঞ্জ, ওড়িশা, 757002-এ ঠিকানা তে পাঠিয়ে দেবে । আবেদনগুলি অবশ্যই 31 জুলাই 2023 তারিখের আগে নিম্নস্বাক্ষরকারীর অফিসে পৌঁছাতে হবে। যে প্রার্থীরা উপরে উল্লিখিত যোগ্যতার মানদণ্ডগুলি পূরণ করেন না তাদের ওয়াক-ইন-সাক্ষাত্কারে উপস্থিত হতে দেওয়া হবে না । ডেটলাইনের মধ্যে আবেদন গৃহীত না হলে কোনো প্রার্থীকে ওয়াক-ইন-সাক্ষাত্কারে উপস্থিত হতে দেওয়া হবে না। যদি কোন জাল নথি/শংসাপত্র সনাক্ত করা হয় তবে সেই প্রার্থীকে বাজেয়াপ্ত করা হবে।
অতিথি শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য:
A) সিলেবাস অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ের পাঠদান। (B) ক্লাস এবং হোম অ্যাসাইনমেন্ট, টেস্ট পেপার, প্রজেক্ট ইত্যাদি সময়মত সংশোধন করা। বিভিন্ন পরীক্ষা ও পরীক্ষার জন্য প্রশ্নপত্র সেটিং। (C) পাঠ পরিকল্পনা প্রণয়ন এবং শিক্ষার্থীদের একাডেমিক রেকর্ড বজায় রাখা। (D) পাঠ্যক্রমিক/সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম ইত্যাদির জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা। পরিদর্শন দায়িত্ব/মূল্যায়ন কাজ সম্পাদন করা এবং যখন বরাদ্দ করা হয়। (E) প্রধান শিক্ষক কর্তৃক নির্ধারিত অন্য কোন কাজ।