Regional Office NCERT Teachers Recruitment

Regional office NCERT এর তরফ থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে । নিয়োগ হবে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে । এবং শিক্ষক-শিক্ষিকারা চাকরিটি করতে পারবে আগামী ৩০ শে এপ্রিল 2014 সাল পর্যন্ত । কোনরকম রিটেন পরীক্ষা হবে না শুধুমাত্র মৌখিক পরীক্ষা বা ভাইভা মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ করা হবে, যারা আবেদন করতে চাইছো তারা তাদের অরিজিনাল ফটোকপি মার্কশিটের তার সার্টিফিকেট এক কপি করে তাদের নিজস্ব ফটো এবং তাদের বায়োডাটা বা সিভি নিয়ে রিজিওনাল ইন্সটিটিউট অফ এডুকেশন এ ইন্টারভিউ এর দিন হাজির হয়ে যেতে হবে ।

READ MORE  ন্যাভাল শিপ রিপেয়ার ইয়ার্ডে ৫০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বিভিন্ন বিষয়ের ইন্টারভিউ বিভিন্ন তারিখে দেওয়া হয়েছে যেমন পলিটিক্যাল সাইন্সের ইন্টারভিউ রয়েছে ১৯ তারিখে ভূগোলের ইন্টারভিউ রয়েছে ১৯ তারিখে ভূগোল টিজিটি পোস্টের জন্য ইন্টারভিউ রয়েছে ১৯ তারিখে এবং ইতিহাসের ইন্টারভিউ রয়েছে ১৯ তারিখে।  একই রকম ভাবে অংক ও হিন্দি সাবজেক্টের ইন্টারভিউ রয়েছে কুড়ি তারিখ এবং ফিজিক্যাল এডুকেশনের ইন্টারভিউ রয়েছে প্রি প্রাইমারি সেকশনে যারা আবেদন করবে তাদের ইন্টারভিউ ১৮ই জুলাই দুপুর তিনটে থেকে হবে। এছাড়া অন্যান্য বিষয়ের ইন্টারভিউ ডেট আপনারা অফিসের নোটিফিকেশনে পেয়ে যাবেন যেটি নিচে আট্যাচ করা হলো, নিচের বাটনটিতে আপনারা ক্লিক করে ফর্ম এবং অফিশিয়াল নোটিফিকেশন দুটিই পেয়ে যাবেন।

Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top