কেভি বর্ধমানে বালভাটিকার জন্য চুক্তিভিত্তিক শিক্ষকদের ইন্টারভিউ-এ ওয়াক-ইন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।
যেখানে সকলকে অবহিত করার জন্য যে আগামী 25 শে জুলাই কেভি বর্ধমানে সদ্য খোলা সেকশন বালভাটিকার জন্য শিক্ষকদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত একটি ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে৷
NCTE দ্বারা নির্ধারিত বালভাটিকা শিক্ষকদের জন্য যোগ্যতা নীচে দেওয়া হল:
1. কমপক্ষে 50% নম্বর সহ একটি স্বীকৃত বোর্ড থেকে সিনিয়র সেকেন্ডারি ক্লাস (দ্বাদশ শ্রেণি বা তার সমতুল্য)
এবং
2. ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন/প্রি-স্কুল এডুকেশন/প্রাথমিক শৈশব শিক্ষা প্রোগ্রাম (ডি.ই.সি.এড) যার মেয়াদ দুই বছরের কম নয় বা এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড (ইন নার্সারি)।

বাল ভাটিকা কি ? সেটি জানতে নিম্নের বাটন টি প্রেস করুন – 👇
ওপরের অফিসিয়াল নোটিশ টি ডাউনলোড করতে নিম্নের বাটন টি ক্লিক করুন 👇