কেন্দ্রীয় বিদ্যালয়ে 900 বালবাটিকা শিক্ষক শিক্ষিকা এবং কেয়ার গিভার (হেল্পার) নিয়োগ

কেন্দ্রীয় বিদ্যালয় সম্পর্কে আমরা সকলেই পরিচিত । কিন্তু 2023 সালে কেন্দ্রীয় বিদ্যালয়ে নতুন একটি বিভাগ শুরু হয়েছে নার্সারী বিভাগ । সেটা কি আমরা জানি ? নার্সারী বিভাগ টির নাম দেওয়া হয়েছে বাল ভাটিকা বিভাগ । এবং সেখানে অ্যাডমিশন ও শুরু হয়েছে শিক্ষার্থী দের ভর্তির । সেটি আমাদের ওয়েবসাইটের অ্যাডমিশন সেকশনে আপনারা পেয়ে যাবেন। যায় হোক । এবার এই বছরে নতুন শিক্ষার্থী দের পড়ানোর জন্য তো নতুন শিক্ষক শিক্ষিকাও প্রয়োজন । কিন্তু পার্মানেন্ট Vacancy বের করে নিয়োগ করতে গেলে প্রসিডিওর টা বেশ লম্বা হয়ে যাবে । সেশন ডিলে হয়ে যাবে। সেটা এড়ানোর জন্য আপাতত কন্ট্রাক্টচুয়াল পদে 450 টি কেভি তে টোটাল 900 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। ও 450 টি কেভি তে 450 কেয়ার গিভার (হেল্পার)-ও নিয়োগ করা হবে। এই দারুণ খবরটি নিয়ে আর্টিকেল টি লিখলাম তোমাদের হেল্প হয় যাতে । নিম্নে সংক্ষেপে ডিটেইলস দেওয়া হলো । ও অফিসিয়াল পিডিএফ -ও যোগ করে দেওয়া হলো। তোমরা ডাউনলোড বাটন থেকে ডাউনলোড করে নিতে পারো ।

READ MORE  কারুশিল্প শিক্ষক শিক্ষিকা নিয়োগ | Craft Teacher (Sewing, Knitting & Embroidery)

নিয়মাবলী – শিক্ষক ও তত্ত্বাবধায়কদের (সহায়কদের) নিযুক্তি: – বালভাটিকা-৩-এর জন্য চুক্তিভিত্তিক শিক্ষক এবং যত্নশীলদের (সহায়কদের) নিয়োগের জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করা হবে।

প্রতিটি KV দ্বারা মোট 02 ECCE (Early Childhood Care and Education) প্রশিক্ষিত বালভাটিকা শিক্ষকশিক্ষিকা চুক্তিভিত্তিক ভাবে নিযুক্ত করা হবে।

08.10.2013 তারিখের এই অফিসের চিঠিতে উল্লেখিত নির্দেশাবলী অনুসারে চুক্তিভিত্তিক এই ধরনের শিক্ষকদের নিয়োগ করা হবে (প্রাথমিক শিক্ষকদের মতো)


NCTE দ্বারা নির্ধারিত বালভাটিকা শিক্ষকদের জন্য যোগ্যতা নীচে দেওয়া হল:

i. ন্যূনতম 50% নম্বর সহ একটি স্বীকৃত বোর্ড থেকে সিনিয়র সেকেন্ডারি ক্লাস (দ্বাদশ শ্রেণি বা তার সমতুল্য) এবং

ii. ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন/প্রি-স্কুল এডুকেশন/আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম (D.E.C.Ed) যার মেয়াদ দুই বছরের কম নয় বা NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Ed (নার্সারি তে) করে থাকতে হবে।

READ MORE  ARMY PUBLIC SCHOOL PRIMARY TEACHER RECRUITMENT VACANCIES



বালভাটিকা-৩-এর জন্য প্রতিটি কেভি দ্বারা একজন পরিচর্যাকারী নিযুক্ত থাকবেন।
এবং আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে যত্নশীল/কেয়ার গিভার (সহায়ক) নিযুক্ত করা হবে।

পরিচর্যাকারী বা সাহায্যকারীর যোগ্যতা NCERT/ NCPCR দ্বারা নির্ধারিত হবে-

i একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক শ্রেণী (দশম শ্রেণি বা তার সমতুল্য), ন্যূনতম 18 বছর বয়সী এবং প্রাক বিদ্যালয় শিক্ষায় অন্তর্ভুক্তি প্রশিক্ষণ থাকতে হবে অথবা NIPCCD, NSDC বা কেন্দ্রীয় সরকার/উপযুক্ত সরকার/স্বীকৃত বিশ্ববিদ্যালয়/বোর্ড দ্বারা স্বীকৃত অন্য কোনো প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত দক্ষতা প্রশিক্ষণ/পর্যাপ্ত প্রশিক্ষণের অধিকারী হতে হবে ।

হেল্পারদের বেতন আধা-দক্ষ ব্যক্তিদের জন্য প্রযোজ্য হার অনুযায়ী হবে।

READ MORE  7th July 23 চাকরীর টুকরো খবর (টিচিং)

এবার বিষয় হলো কত গুলি KV তে নিয়োগ হবে । যেটা অলরেডি বলেছি 450 টি। এবং প্রত্যেক স্কুলে 2 জন করে। অর্থাৎ 900 জন শিক্ষক শিক্ষিকা। পশ্চিমবঙ্গে আপাতত 24 টি স্কুলে । অর্থাৎ 48 জন শিক্ষক শিক্ষিকা ও 24 জন হেল্পার নিয়োগ করা হবে । নিম্নে অফিসিয়াল তালিকা দেওয়া হলো।

সম্পূর্ণ লিস্ট টি অফিসিয়াল পিডিএফ এ পেয়ে যাবে । নিচে যেটির বাটন Create করে দেওয়া হলো –

কোনো প্রশ্ন থাকলে বা সাজেশন তোমাদের কমেন্ট করে জানাতে পারো । ধন্যবাদ ।

Video Information

8 thoughts on “কেন্দ্রীয় বিদ্যালয়ে 900 বালবাটিকা শিক্ষক শিক্ষিকা এবং কেয়ার গিভার (হেল্পার) নিয়োগ”

  1. Pingback: কেন্দ্রীয় বিদ্যালয়ে অ্যাডমিশন চলছে বাল ভাটিকা বিভাগে – PoraShuno

Leave a Reply

Scroll to Top