পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন 2023 সংক্রান্ত কিছু কথা

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন 2023 এর হিংসতা পশ্চিমবঙ্গের গ্রামীণ নির্বাচনকে কাঁপিয়ে দিয়েছে । যখন শনিবার ভোট শেষ হয়, 16 জন মৃত্যু , ব্যালট বাক্স ভাংচুর করা এবং বেশ কয়েকটি গ্রামে প্রতিদ্বন্দ্বীদের দিকে বোমা নিক্ষেপ করা ।

কেনো ? কার জন্য ? যাদের জন্য করছেন আপনারা, তারা তো সুস্থ আছে । ভালো আছে । তাদের এতো কেনো গুরুত্ব দেয় মানুষ । তাদের আমরা পছন্দ করে আনি, তার ফলাফল বেকারত্ব, তাদের কথায় শেষ কথা, তারা কি কখনো আপনকে সন্মান দিয়েছে? তাদের জন্য মরলেন ? আপনার পরিবার এর কি হবে ? বাকি সুন্দর জীবন টা?? আর এনারা তো ভালো ভাবেই থাকবে । দু দিনের জন্যও ভাববে না কেউ । কিন্তু ওনাদের কিছু হলে দেশ বিদেশে আজ । পড়াশুনো ওয়েবসাইটে এর ওনার কে রিকুয়েস্ট এই প্রতিবেদন প্লিজ অ্যাপ্রুভ করুন । রাজনৈতিক পোস্ট ভেবে নয়, রাষ্ট্র বিজ্ঞানের এর বিষয় ভেবে । এগুলি কি রাষ্ট্র বিজ্ঞান বই এ লেখা আছে, যে এমন টি হওয়া স্বাভাবিক । স্বাভাবিক এই জন্যই বললাম । কারণ যেনো ক্রিকেট খেলায় উইকেট পড়ছে । শুনতে খারাপ লাগলেও, নিউজ চ্যানেল গুলো মারফত এভাবেই আপডেট পাচ্ছিলাম । “আরো একটি খুন । আজ কের তৃতীয় খুন ” কি বলছে আমাদের সংবাদাতা আসুন জেনে জেনে নেবো , মানে আমরা কোন সমাজে আর কোন যুগে আছি ?? কেও কি ভাবে এই বিষয়ে । বলার তো অনেক কিছুই আছে । কিন্তু বলা মুশকিল হয়ে যায় । ভালোই উন্নত হয়েছে দেশ । এর থেকে ব্রিটিশ অধীনে থাকলে ক্ষতি কত টা হতো জানি না । কিন্তু চিন্তা ভাবনা ও ইনফ্রাস্ট্রাকচার এর উন্নতি তো অবশ্যই হতো ।

READ MORE  ডি. গুকেশ: সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়ে ভারতের ইতিহাসে নতুন অধ্যায়।।

শনিবারের ঘটনাগুলি 2003 সালের পঞ্চায়েত নির্বাচন সহ রাজ্যের হিংস নির্বাচনের ইতিহাসের সাথে সঙ্গতিপূর্ণ ছিল যা নির্বাচন প্রক্রিয়া চলাকালীন 76 জন নিহত হওয়ার জন্য কুখ্যাতি অর্জন করেছিল, নির্বাচনের দিনে 40 জনেরও বেশি নিহত হয়েছিল।

গত মাসের শুরুর দিকে নির্বাচনের ঘোষণার পর থেকে ৩০ জন নিহত হওয়ার সাথে সাথে, এই বছরের রক্তাক্ত নির্বাচনটিও 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের হিংসতার ধরণটিকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করে একই সংখ্যক লোক মারা গিয়েছিল।

READ MORE  আজ বিশ্ব মানবাধিকার দিবস (৭৬তম

রাজ্যের গ্রামীণ এলাকায় 73,887টি আসনে সকাল 7 টায় ভোটগ্রহণ শুরু হয়েছিল, 5.67 কোটি মানুষ প্রায় 2.06 লক্ষ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করে। বিকাল 5টা পর্যন্ত, 66.28 শতাংশ ভোটার ভোট পড়েছে, কর্মকর্তারা জানিয়েছেন। রাজ্য নির্বাচন কমিশনার (এসইসি) রাজীব সিনহা শনিবার ভোট কারচুপির অভিযোগগুলি খতিয়ে দেখার এবং পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসারদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরে সম্ভাব্য পুনঃভোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সিনহা বলেন, দিনের ভোটগ্রহণের সময় সহিংসতার ঘটনায় সবচেয়ে বেশি অভিযোগ এসেছে চারটি জেলা থেকে, এবং নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা করার সময় সেগুলিকে বিবেচনায় নেওয়া হবে।
এসইসি, যাকে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল, বলেছিল যে রবিবার পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসাররা ভোটগ্রহণ প্রক্রিয়া যাচাই-বাছাই করে পুনরায় ভোটগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

READ MORE  ক্রিকেট বিশ্বে অঘটন

যাইহোক , শেষে এটুকুই বলবো । সবাই দায়িত্ব নিতে চাই । বলে আমি ভালো দেশ চালাবো বা আমি ভালো রাজ্য চালাবো । আমাকে নিয়ে আসুন । কিন্তু আসন পাওয়ার পর, আমরাই চাকর হয়ে যায় । চাকুরী ও শেষে জোটে না ।

কলমে 🖋️ দেবার্পন চক্রবর্তী

West Bengal Panchayat Election


Tag – #PanchayatVote #WestBengalElection #ElectionResult #Vote2023 #WestBengalElectionNews #Trending #Panchayat #Panchayet #PoraShuno #রাজনীতি #Politics #TMC #BJP #CPM

1 thought on “পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন 2023 সংক্রান্ত কিছু কথা”

Leave a Reply

Scroll to Top