ইস্টার্ন রেলওয়ে হাই স্কুল, আন্ডাল হল এমন একটি স্কুল যা ভারতের রেলওয়ে মন্ত্রকের অধীনে । এটি 1931 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
ইস্টার্ন রেলওয়ে হাই স্কুল, অন্ডাল হল এই শিল্পাঞ্চলের শিশুদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য পূর্ব রেলওয়ে, আসানসোল বিভাগ দ্বারা পরিচালিত প্রাচীনতম স্কুলগুলির মধ্যে একটি। পূর্বে স্কুলটি একটি বাংলা মাধ্যম স্কুল ছিল এবং এটি পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা অনুমোদিত ছিল কিন্তু 2018 সালে স্কুলটি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ CBSE তে স্থানান্তরিত হয় এবং স্কুলটি সহ-শিক্ষামূলক ইংরেজি মাধ্যমে রূপান্তরিত হয়। বর্তমানে এখানে শিক্ষার্থীরা প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা গ্রহণ করছে।
স্কুলটি শুধুমাত্র C.B.S.E-এর একাডেমিক পাঠ্যক্রমই অনুসরণ করে না বরং শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা, অঙ্কন, নাচ, সঙ্গীত, আবৃত্তি, বিতর্ক, কুইজ, কম্পিউটার শিক্ষা এবং আরও অনেক কিছুর মতো বিভিন্ন অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনা করে।
বর্তমানে স্কুলের তরফ থেকে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। যেখানে বলা হচ্ছে কম্পিউটার বিষয় ও ড্রয়িং বিষয়ের জন্য শিক্ষক শিক্ষিকা লাগবে। কম্পিউটার বিষয়ে তিনটি vacancy নোটিফিকেশনে মেনশন করা আছে এবং ড্রয়িং বিষয়ে একটি ভেকেন্সি মেনশন করা রয়েছে।
উভয় পথ গুলোর ক্ষেত্রেই স্যালারি ২৬ হাজার এর অধিক দেওয়া হবে । নিম্নে তার চার্ট দেওয়া হল যেটি নোটিফিকেশনে রয়েছে –

নোটিফিকেশনে ওপরে আবার হেডিং টি অনেক টা এমন লেখা হয়ছে “কম্পিউটার অ্যাপ্লিকেশন, নৃত্য এবং অঙ্কন বিষয়ে চুক্তিভিত্তিক শিক্ষকদের নিযুক্ত করা হবে“।
গুরুত্বপূর্ণ ডিটেইলস –
মাধ্যমিক/প্রাথমিক স্তরে ক্লাস নেওয়ার জন্য স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার জন্য স্ব-প্রত্যয়িত যথাযথ নথি সহ যোগ্য প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরম্যাটে আবেদন আহ্বান করা হয়েছে। ফরম্যাট টি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম টি নিচে অ্যাপ্লিকেশন ফর্ম বাটন এ ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবে ।
এছাড়া আবেদনের নির্ধারিত ফরম্যাট স্কুলের ওয়েবসাইট (erhsandal.in) থেকে ডাউনলোড করা যেতে পারে। আবেদন পাঠাতে হবে ডাকযোগে স্কুলের ঠিকানায় অথবা হাতে হাতে স্কুলের ড্রপ বক্সে। আবেদন গ্রহণের শেষ তারিখ 15.07.2023 (শনিবার)। একাডেমিক রেকর্ড এবং অভিজ্ঞতার ভিত্তিতে আবেদনগুলি সংক্ষিপ্ত করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাত্কারের অস্থায়ী তারিখ 18.07.2023 কিন্তু সাক্ষাত্কারের সঠিক তারিখ এবং সময় যোগ্য প্রার্থীদের ইমেল ঠিকানার মাধ্যমে অবহিত করা হবে এবং এটি স্কুলের ওয়েবসাইটে (erhsandal.in) প্রকাশ করা হবে। এছাড়া পড়াশোনা ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আমরাও আপনাদেরকে জানিয়ে দেবো কোন আপডেট পেলেই । যায় হোক , চূড়ান্ত নির্বাচনের জন্য প্রার্থীদেরকে ইন্টারভিউ ও ডেমোস্ট্রেশন নিতে হবে.
গুরুত্বপূর্ণ শর্তাবলী:
1) নির্বাচিত প্রার্থীকে এক বছর / এক সেশনের জন্য নিযুক্ত করা হবে।
2) নির্বাচিত প্রার্থীদের একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে যেখানে সমস্ত শর্তাবলী উল্লেখ থাকবে।
3) নির্বাচিত প্রার্থীদের স্কুলের সময় অনুসরণ করতে হবে।
4) শিক্ষকতা ছাড়াও, শিক্ষকদের প্রয়োজনে কিছু অফিসিয়াল কাজে নিযুক্ত করা যেতে পারে।
5) উপযুক্ত কর্তৃপক্ষের এক মাসের অগ্রিম নোটিশ দিয়ে কোনো কারণ ছাড়াই চাকরির অবসান/ চুক্তিভিত্তিক শিক্ষকের নিয়োগ বাতিল করার অধিকার রয়েছে।
6) নির্বাচিত প্রার্থীরা TA/DA/Rly ত্রৈমাসিকের জন্য যোগ্য নন৷
7) সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নাম ইন্টারভিউয়ের জন্য স্কুলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে
8) সাক্ষাত্কারের তারিখ পরে স্কুলের ওয়েবসাইটের পাশাপাশি স্কুল নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে
9. নিয়োগটি সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক এবং তালিকাভুক্ত প্রার্থীর স্থায়ী শোষণের দাবি করার কোন অধিকার থাকবে না।
10. নিযুক্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন প্রো-রাটা ভিত্তিতে হবে (কোনও কাজ নেই বেতন) এবং ছুটিতে/বিরতিতে তাদের কোনো পারিশ্রমিক দেওয়া হবে না যদি তাদের অফিসিয়াল কাজে বা অন্যান্য একাডেমিক উদ্দেশ্যে স্কুলে ডাকা না হয়।
পড়াশুনা ওয়েবসাইটে ইনফরমেশন গুলি তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে জানিও এবং আর কি কি ধরনের তথ্য তোমাদের সঙ্গে প্রোভাইড করব আমরা সেটিও লিখে বল আমাদের ভালো লাগবে এবং আমাদের সঙ্গে যুক্ত থেকো সমস্ত রকম তথ্য তোমরা আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ধন্যবাদ এবং বেস্ট অফ লাক ।