গ্র্যাজুয়েশন পাশে ক্লার্ক পদে আবেদন | এছাড়া লাইব্রেরী, ইঞ্জিনিয়ার ও সাইন্টিফিক ট্রেইনি পদে ভ্যাকান্সী

হ্যালো বন্ধুরা, পড়াশুনো ওয়েবসাইটে তোমাকে স্বাগত । প্রথমত জানায় যে নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি প্রকাশিত করেছে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ সেন্টার । এই টাটা ইনস্টিটিউট এ একটি গ্রুপ- সি ক্লার্ক পদে শূন্যপদ রয়েছে, তার সাথে আরো অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে। তাই তুমি যে পদ টির জন্য আবেদন করবে ও সে পদে এলিজিবল কি না নিচে শর্ট এ বর্ণনা করলাম । এবং তারপর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনের ডিরেক্ট লিংক দেওয়া রয়েছে । Advertisement টি পরে তোমাদের সুবিধা মতো পদ টি তে আবেদন করে দাও । 😇

• পদের নাম:- টাটা ইনস্টিটিউটে তরফ যে নিয়োগ হবে, তার প্রথম পদটির নাম হল ক্লার্ক



• শিক্ষাগত যোগ্যতা:-

চাকরি প্রার্থীকে অবশ্যই স্নাতক পাস করে থাকতে হবে। তার পাশাপাশি কম্পিউটার দক্ষতা থাকতে হবে।


• বয়স সীমা:-

এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর মিনিমাম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে।



• মাসিক বেতন:-

এই পদে নিযুক্ত কর্মীদের বেতন দেওয়া হবে মাসিক ২২ হাজার টাকা। পরবর্তীকালে বেতনের পরিমাণ বাড়বে আশা করা যায়।

READ MORE  8th July 2023 Current Affairs

2য় পদের নাম:- এখানে নিযুক্ত দ্বিতীয় পদটির নাম হল লাইব্রেরিয়ান

 • শিক্ষাগত যোগ্যতা:- এই লাইব্রেরিয়ান পদে আবেদন করতে হলে চাকরি-বাকরি থেকে অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। গ্রাজুয়েশন কমপ্লিট করার পাশাপাশি B.Lib পাস করে থাকতে হবে।

বয়স সীমা:- লাইব্রেরিয়ান পদে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে।

মাসিক বেতন:- এই লাইব্রেরীর পদে নিযুক্ত কর্মীদের মাসিক ২২ হাজার টাকা দেওয়া হবে।

3য় পদের নাম:- ইঞ্জিনিয়ার

শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে B.Tech করে থাকতে হবে। অথবা Computer Science অথবা Information Technology অথবা Information Science অথবা Electronics and Telecommunication এর যে কোনো একটি ডিগ্রী/ডিপ্লোমা কোর্স থাকতে হবে ।

বয়স সীমা:- এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ২৮ বছর ।

READ MORE  5th Aug 23 চাকরীর টুকরো খবর

মাসিক বেতন:- মাসিক সর্বোচ্চ ৩৫,০০০ টাকা রয়েছে ।

4র্থ পদের নাম : টেম্পোরারি সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট

• শিক্ষাগত যোগ্যতা : যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে মোট 60% নম্বর সহ স্নাতক এবং গ্রন্থাগার/তথ্য বিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর (সমগ্র 60% নম্বর সহ)।
খ. ব্যক্তিগত কম্পিউটার এবং অ্যাপ্লিকেশনের ব্যবহার সম্পর্কে জ্ঞান।
গ. একটি শিক্ষা প্রতিষ্ঠান / একটি গবেষণা প্রতিষ্ঠানে লাইব্রেরি পরিচালনার 1-2 বছরের অভিজ্ঞতা।

বয়স সীমা : 28 সর্বোচ্চ হতে হবে।

মাসিক বেতন : এইচআরএ সহ প্রতি মাসে 55,600 প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এবং সম্ভবত আরও ছয় মাসের জন্য বাড়ানো হতে পারে ।

আগ্রহী প্রার্থীদের 10ই জুলাই 2023 এর আগে অনলাইনে আবেদন করতে হবে (আবেদনের লিংক নিচে প্রোভাইড করে দিয়েছি) এবং আবেদনের একটি প্রিন্ট আউট বার করে, সেই কপি টিতে / আবেদনপত্রে স্বাক্ষর করতে হবে এবং জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং সম্প্রদায়ের সমর্থনে শংসাপত্রের ফটোকপি সহ পাঠিয়ে দিতে হবে নিচের অ্যাড্রেস এ । যাতে 15ই জুলাই 2023 এর আগে বা তার আগে পাঠাতে হবে । এবং অনলাইনে আবেদন
(আবেদনের শেষ তারিখ 10 জুলাই, 2023)

READ MORE  17th July 23 চাকরীর টুকরো খবর

অনেকেই আবেদন করবে না এটা ভেবেই , আমায় ডাকবে না । বা আমার হবে না । কিন্তু এই ভুল টি করো না । যখন এক দু ঘণ্টার দৌড়াদৌড়ি তে তোমার/আপনার সিদ্ধান্ত ভুল নাও হতে পারে । যায় হোক । নিম্নে অফিসিয়াল ইনফো দেওয়া হলো সমস্ত । কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো । ধন্যবাদ।



আবেদন এর জন্য ঠিকানা –

টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ

প্রযোজ্য গণিতের জন্য কেন্দ্র

পোস্ট ব্যাগ নং 6503, GKVK পোস্ট অফিস

শারদা নগর, চিক্কাবোম্মসান্দ্র

ব্যাঙ্গালোর 560065 কর্ণাটক, ভারত

Official Advertisement

Leave a Reply

Scroll to Top