ইতিহাস শিক্ষক নিয়োগ | মাসিক বেতন 27,500 | আবেদন করুন এক্ষুনি !

বিএসএফ সিনিয়র সেকেন্ডারি রেসিডেন্সিয়াল স্কুল, কদমতলা, শিলিগুড়ি (সিবিএসই দ্বারা অনুমোদিত)

হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য একটি দারুণ সুখবর!! বিএসএফ সিনিয়র সেকেন্ডারি রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে ইতিহাস বিষয়ে জন্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে তোমাদের যদি ইতিহাস বিষয়ে এমএ কমপ্লিট করা থাকে এবং তার সাথে বিএড থাকে তাহলে আবেদন করতে পারবে বাদবাকি যাবতীয় ডিটেলস নিম্নে সংক্ষেপে বর্ণনা করা হলো ।

পিজিটি (ইতিহাস) পদের জন্য কোনো রকম রিটেন এক্সাম হবে না । কেবল ইন্টারভিউ মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে । আর হ্যা বন্ধুরা পোস্ট টি সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক ।

ইন্টারভিউ এর সময়সূচী: PGT (ইতিহাস): 15/07/2023 তারিখে 08:30 থেকে শুরু হবে । নির্দিষ্ট সময়ের আগে কিন্তু উপস্থিত হয়ে যাবে তোমরা ইন্টারভিউ সেন্টারে ।

READ MORE  AP DSC Merit List 2025 Released at apdsc.apcfss.in, Download District Wise Merit List PDF - Link Here - Jagran Josh

যোগ্যতা: (i) অপরিহার্য: (একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে 50% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি এড বা সমমানের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে ।

(ii) এছাড়া যে বিষয় গুলো থাকলে অগ্রাধিকার পাবে তাহলো:

(ক) কম্পিউটার পরিচালনার জ্ঞান।

(খ) একটি স্বীকৃত মাধ্যমিক বিদ্যালয়ে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

(গ) ZIET দ্বারা প্রশিক্ষণ প্রোগ্রাম/প্রশিক্ষকদের প্রশিক্ষণ (TOT)/ ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করে থাকলে ভালো ।

(d) হিন্দি এবং ইংরেজিতে দক্ষতা এবং ফ্লুয়েন্ট হলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: বেতন বা সন্মানিত বেশ ভালো মানের রয়েছে । PGT স্যালারি 27,500/- প্রত্যেক মাসের বেসিসে দেওয়া হবে .

বয়স সীমা (30/06/2023 অনুযায়ী): PGT: বয়সের ঊর্ধ্ব সীমা হবে 50 বছর।

বন্ধুরা মনে রাখবে যারা আবেদন করবে সেই সব আগ্রহী যোগ্য প্রার্থীদের ডাকযোগে বা ব্যক্তিগতভাবে সাক্ষাৎকারের (ইন্টারিউয়ের) তারিখের আগে স্কুল অফিসে তাদের আবেদন পত্র জমা দিতে হবে। প্রার্থীকে শুধুমাত্র অফিসিয়াল আবেদন পত্রের মাধ্যমেই আবেদন করতে হবে । যা নিম্নে অ্যাপ্লিকেশন ফর্ম বাটন ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে তোমরা। আর হ্যাঁ , আবেদনপত্রের সাথে সমস্ত প্রশংসাপত্রের স্ব-প্রত্যয়িত ফটোকপি সহ আবেদন করতে হবে এবং সাক্ষাত্কারের সময় অবশ্যই তার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে / উপস্থাপন করতে হবে।

READ MORE  30th June চাকরীর টুকরো খবর

এছাড়া নির্ধারিত আবেদনপত্র স্কুলের ওয়েবসাইট www.bsfschoolkadamtala.org থেকে ডাউনলোড করা যেতে পারে । ইন্টারভিউ এর আগে যারা যোগ্য তাদের আলাদা ভাবে বাছাই করা হবে বা কিছু এমন টি কিছু বলা হয়নি । ভেরিফিকেশন এ ভুল ত্রুটি থাকলেই কেবল বাদ পরতে পারে যারা এলিজিবল নয় । তাছাড়া প্রার্থীকে আলাদা কল লেটার দেওয়া হবে না , নির্দিষ্ট দিনে হাজির হয়ে যেতে হবে ইন্টারভিউ এর জন্য । সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ গ্রহণযোগ্য হবে না।

READ MORE  ⭐ পশ্চিমবঙ্গ বিশেষ শিক্ষা শিক্ষক নিয়োগের জন্য নতুন TET পরিচালনার সরকারি অনুমোদন ⭐

কোনো রকম কোয়ারী থাকলে এই ফোন নম্বর 0353-2580820 এ যোগাযোগ করতে পারেন । 😇

Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top