মাধ্যমিক পাশে আবেদন : 1558টি শূন্যপদ | যোগ্যতা মাধ্যমিক | পড়াশুনো |

কেন্দ্রীয় সরকারে ১৫৫৮ মাল্টি-টাস্কিং স্টাফ ও হাবিলদার। সারা দেশে মাল্টি টাস্কিং স্টাফ (নন-টেকনিক্যাল) ও হাবিলদার পদে ১,৫৫৮ জনকে নেবে কেন্দ্রীয় সরকার। ‘মাল্টি-টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ অ্যান্ড হাবিলদার (সি বি আই সি অ্যান্ড সি বি এন) এক্সামিনেশন, ২০২৩’-এর মাধ্যমে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারেন। নিয়োগ করা হবে দেশের বিভিন্ন অঞ্চলে। এখানে পূর্বাঞ্চলের (পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ) জন্য নির্দিষ্ট শূন্যপদের বিষয়ে জানানো হল । উল্লেখ্য, প্রার্থীদের প্রস্তুতির সুবিধার্থে কর্মক্ষেত্র-র ১৪ জুন সংখ্যায় এই নিয়োগের খবর আগাম প্রকাশিত হয়েছিল। এখন পূর্ণাঙ্গ তথ্যাদি জানানো হল। মোট শূন্যপদ: মাল্টি-টাস্কিং স্টাফ ১,১৯৮টি (সম্ভাব্য)। ক্যাটেগরি অনুসারে শূন্যপদ: সাধারণ ৬১৮, তফসিলি জাতি ৯৩, তফসিলি উপজাতি ৫৭, ও বি সি ৩০৩, আর্থিক ভাবে অনগ্রসর ১২৭। এর মধ্যে ২৩টি শূন্যপদ অস্থিসংক্রান্ত প্রতিবন্ধী, ৮টি শূন্যপদ দৃষ্টিসংক্রান্ত প্রতিবন্ধী, ১৫টি শূন্যপদ শ্রবণসংক্রান্ত প্রতিবন্ধী, ৭টি শূন্যপদ অন্যান্য প্রতিবন্ধকতা আছে এমন প্রতিবন্ধী এবং ৭১টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।

হাবিলদার (সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস) ৩৬০টি (সম্ভাব্য)। ক্যাটেগরি অনুসারে শূন্যপদ: সাধারণ ১৫৩, তফসিলি জাতি ৫২, তফসিলি উপজাতি ৩৮ ও বি সি ৮১, আর্থিক ভাবে অনগ্রসর ৩৬। এর মধ্যে ৩টি শূন্যপদ অস্থিসংক্রান্ত প্রতিবন্ধী, ১টি শূন্যপদ দৃষ্টিসংক্রান্ত প্রতিবন্ধী, ২টি শূন্যপদ শ্রবণসংক্রান্ত প্রতিবন্ধী, ৪টি শূন্যপদ অন্যান্য প্রতিবন্ধকতা আছে এমন প্রতিবন্ধী এবং ৩১টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।

পূর্বাঞ্চলে শূন্যপদের বিন্যাস: মাল্টি-টাস্কিং স্টাফ ও হাবিলদার (বয়স: ১৮ থেকে ২৫ বছর); পশ্চিমবঙ্গ ৯১টি (সাধারণ ৪৫, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ১, ও বি সি ৩৩, আর্থিক ভাবে অনগ্রসর ৮)। এর মধ্যে ৪টি শূন্যপদ অস্থিসংক্রান্ত প্রতিবন্ধী এবং ৯টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। ওড়িশা ৪৫টি (সাধারণ ১৮, তফসিলি জাতি ৬, তফসিলি উপজাতি ৪, ও বি সি ১০, আর্থিক ভাবে অনগ্রসর ৭)। এর মধ্যে ১টি করে শূন্যপদ অস্থি ও দৃষ্টিসংক্রান্ত প্রতিবন্ধী, ৩টি করে শূন্যপদ শ্রবণসংক্রান্ত প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। ঝাড়খণ্ড ২২টি (সাধারণ ১৩, তফসিলি জাতি ২, ও বি সি ৫, আর্থিক ভাবে অনগ্রসর ২)। এর মধ্যে ২টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ২টি (সাধারণ)।

মাল্টি-টাস্টিং স্টাফ ও হাবিলদার (বয়স: ১৮ থেকে ২৭ বছর): পশ্চিমবঙ্গ ১০টি (সাধারণ ৭, তফসিলি জাতি ২, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ অস্থিসংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত হবে। ঝাড়খণ্ড ৩টি (সাধারণ ১, “তফসিলি জাতি ১, ও বি সি ১)। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১টি (ও বি সি)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাশ। বয়স: মাল্টি টাস্কিং স্টাফ ও সেন্ট্রাল ব্যুরো অব নার্কোটিক্সে হাবিলদার পদের ক্ষেত্রে ১-৮-২০২৩ তারিখে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। কিছু মাল্টি টাস্কিং স্টাফ এবং সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসে হাবিলদার পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১-৮-২০২৩ তারিখে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তফসিলি, ও বি সি, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। বিধবা, বিবাহবিচ্ছিন্না, আইনত স্বামীবিচ্ছিন্না মহিলা প্রার্থীরা পুনরায় বিবাহ না করে থাকলে ও ৩৫ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন।

দৈহিক মাপজোক: উচ্চতা: হাবিলদার পদে পুরুষদের ক্ষেত্রে অন্তত ১৫৭.৫ সেমি (গোর্খা ও তফসিলি উপজাতিভুক্ত প্রার্থীরা উচ্চতায় ৫ সেমি ছাড় পাবেন)

READ MORE  ইস্টার্ন রেলওয়ে হাই স্কুল এ কম্পিউটার এবং ড্রইং/পেইন্টিং/ফাইন আর্টস শিক্ষক শিক্ষিকা নিয়োগ

মহিলাদের ক্ষেত্রে অন্তত ১৫২ সেমি (গোর্খা ও তফসিলি উপজাতিভুক্ত প্রার্থীরা উচ্চতায় ২.৫ সেমি ছাড় পাবেন)। বুকের ছাতি পুরুষদের ক্ষেত্রে না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৬ সেমি ও ৮১ সেমি। ওজন মহিলাদের ক্ষেত্রে অন্তত ৪৮ কেজি (গোর্খা ও তফসিলি উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে ৪৬ কেজি) হতে হবে।

বেতন: সপ্তম বেতন কমিশনের লেভেল-১ অনুসারে। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটারভিত্তিক পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষায় প্রশ্ন হবে বাংলা (ভাষা কোড ০৪) ও ইংলিশ (ভাষা কোড ০২)-সহ মোট ১৫টি ভাষায়। পরীক্ষা নেওয়া হবে দু’টি সেশনে। প্রথম সেশনে উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় সেশনের পরীক্ষার জন্য বিবেচিত হবেন। এছাড়া হাবিলদার পদের ক্ষেত্রে অতিরিক্ত থাকবে দৈহিক মাপজোক ও দৈহিক সক্ষমতার পরীক্ষা। কম্পিউটারভিত্তিক পরীক্ষার প্রথম সেশনে প্রশ্ন হবে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি, রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং (মোট ১২০ নম্বর) এবং দ্বিতীয় সেশনে প্রশ্ন হবে জেনারেল অ্যাওয়্যারনেস ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন (মোট ১৫০ নম্বর) বিষয়ে। মোট সময়সীমা দেড় ঘণ্টা।

READ MORE  উত্তর প্রদেশে শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ 2024: একটি বিস্তারিত বিবরণ

পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলি হল (ব্র্যাকেটে কোড নম্বর): কলকাতা (৪৪১০),- আসানসোল (৪৪১৭), বর্ধমান (৪৪০৪), দুর্গাপুর (৪৪২৬), কল্যাণী (৪৪১১) ও শিলিগুড়ি (৪৪১৫)। দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে হাঁটা। হাঁটার গতি হতে হবে পুরুষদের ক্ষেত্রে

১৫ মিনিটে ১.৬ কিলোমিটার, মহিলাদের ক্ষেত্রে ২০ মিনিটে ১ কিলোমিটার। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে : www.ssc.nic.in প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন দরখাস্তের শেষ তারিখ ২৮ জুলাই। দরখাস্তের সময় আপলোড করতে হবে প্রার্থীর জেপেগ ফর্ম্যাটে স্ক্যান করা রঙিন পাসপোর্ট মাপের ফটো (২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) ও সই (১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে)। ৩০-৬-২০২৩ তারিখ অনুসারে তিন মাসের বেশি পুরনো ফটো চলবে না ।

ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি জমা দেওয়া যাবে অনলাইন-অফ, উভয় পদ্ধতিতেই। অনলাইনে ফি জমা দেওয়া যাবে ভীম ইউ পি আই, নেট ব্যাঙ্কিং বা ভিসা, মাস্টার কার্ড, মায়েস্ত্রো, রুপে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে। অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২২ জুলাই। অনলাইনে ফি জমা দিলে ই-রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি নিজের কাছে রেখে দেবেন। পরে কাজে লাগবে। অফলাইনে ফি জমা দিতে হবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চালানের মাধ্যমে। চালান জেনারেট করার শেষ তারিখ ২৩ জুলাই। চালানের মাধ্যমে ব্যাঙ্কে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুলাই। মহিলা প্রার্থী, তফসিলি জাতি ও উপজাতি, দৈহিক – প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না ।

READ MORE  Regional Office NCERT Teachers Recruitment

দরখাস্তের সময় কোনও ত্রুটি হয়ে থাকলে তা সংশোধন করা যাবে ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত।

এসএসসি এমটিএস শূন্যপদ ☝️

MTS ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ ☝️

হাভালদার পদ ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ 👇

এসএসসি এমটিএস রাজ্যভিত্তিক শূন্যপদ 2023

এখানে, এসএসসি এমটিএস খালি পদের একটি সংক্ষিপ্তসার দেওয়া হলো । রাজ্য-ভিত্তিক/অঞ্চল-ভিত্তিক ।। যা SSC দ্বারা ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা শূন্যপদের বিবরণের মাধ্যমে দেখে তারপর সুবিধা অনুযায়ী আবেদন করতে পারেন।

Exam Pattern
http://ssc.nic.in
Syllabus
General Intelligence And Reasoning
Numerical Aptitude
English
General Awareness

Leave a Reply

Scroll to Top