Graduation Pass Job : 3500 শূন্যপদে ব্যাংকে ক্লার্ক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, দেখে নিন আবেদন পদ্ধতি | Bank Clerk Recruitment

Hello বন্ধুরা,

মূলত IBPS এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে বিভিন্ন ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে। যেমন-

UCO Bank, Punjab & Sind Bank, Indian Bank, Bank of Maharashtra, Union Bank of India, Punjab National Bank, Central Bank of India, Bank of India, Indian Overseas Bank, Canara Bank, Bank of Baroda

পদের নাম

IBPS এর মাধ্যমে ব্যাংকের এই নিয়োগে মূলত ক্লার্ক পদে কর্মী নেওয়া হবে। নিচে শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ইত্যাদির বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।

READ MORE  SSC CHSL 2023 Tier-1 Examination, Admit Card Status Out for all Regions(Check Your Exam date & City)

মোট শূন্যপদ

সব মিলিয়ে 3518 টি শূন্যপদ রয়েছে ।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

প্রার্থীর বয়সসীমা

আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 20 বছর। সর্বোচ্চ 28 বছর । (একসেপ্ট ক্যাটাগরি)

আবেদনের সময়সীমা

READ MORE  গ্র্যাজুয়েশন পাশে 9 জন ডেটা ম্যানেজার ও অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ

আগামী 21 জুলাই, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইনে আবেদনের লিংক দেওয়া হয়েছে।

আবেদন করতে নিচের দেওয়া বাটনে ক্লিক করে আবেদন করুন ।

অফিসিয়াল নোটিফিকেশন

আপনাদের মতামত প্লিজ জানান । কেমন লাগছে ? তথ্য আর কেমন ভাবে আপনাদের জন্য তুলে ধরতে পারি সেটিও বলুন । ধন্যবাদ । 😇

READ MORE  মুর্শিদাবাদ জেলায় বিশাল নিয়োগ! অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য সুবর্ণ সুযোগ!

#পড়াশুনো 📚

5 thoughts on “Graduation Pass Job : 3500 শূন্যপদে ব্যাংকে ক্লার্ক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, দেখে নিন আবেদন পদ্ধতি | Bank Clerk Recruitment”

  1. আপনি বিভিন্ন প্রাইভেট ও সরকারি কলেজের আংশিক বা অতিথি (পার্ট টাইম/ গেস্ট) শিক্ষকের বিজ্ঞপ্তি সমন্ধে জানালে খুব উপকৃত হতাম।

    1. হ্যা স্যার, চাকুরীর টুকরো খবর সেকশন টি তে দিচ্ছি সে গুলো। মতামত দেবেন , আর কি করণীয়।

  2. ধন্যবাদ আপনাকে। নতুন নতুন বিজ্ঞপ্তি গুলো আলাদা আলাদা খবরের কাগজ থেকে সংগ্রহ করা কষ্টসাধ্য, আপনি এই কাজটি একজায়গায় উপস্থাপন করে সবাইকে উপকৃত করছেন। আপনার কাজের আরো অগ্রগতি কামনা করি।

Leave a Reply

Scroll to Top