মাধ্যমিক পাশে ফসল বীমা অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট | 949 Vacancies | পড়াশুনো

BHARTIYA COOPERATIVE GENERAL INSURANCE LTD (A Public-Private Partnership Co-Operative Limited)
Member of Primary Agricultural Credit Societies (PACS), Govt. of India First in India, General Insurance in Cooperative Sector
Ph.: 011 4652 8599, E-Mail: info@bharatinsurance.org, Website:www.bharatinsurance.org NOTIFICATION: 20-23/2023-FBA
Date:23.06.2023
ENGAGEMENT OF PERMANENT REMOTE WORK CATEGORY (IV) FASAL BIMA ASSISTANTS

ভারতীয় কো-অপারেটিভ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড (একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কো-অপারেটিভ লিমিটেড)
প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি (PACS) এর তরফ থেকে ভারতে প্রথম, সমবায় খাতে সাধারণ বীমাতে ফসল বিমা সহকারীর নিযুক্তি হতে চলেছে ।
ফোন: 011 4652 8599, ই-মেইল: info@bharatinsurance.org,

আবেদনের তারিখ

26 জুন থেকে 15 জুলাই

READ MORE  IIM Bangalore launches fintech certificate programme for young professionals

স্যালারি

Rs. 21,000/- + House Rent Allowance + Travel Allowance + Dearness Allowance

জব প্রোফাইল

ফসল বিমা সহকারীর কাজের প্রোফাইলের মধ্যে রয়েছে:

ক)নির্বাচিত ফসল বিমা সহকারীকে ভারতীয় কোঅপারেটিভ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড (BCGIL) দ্বারা 15 দিনের প্রশিক্ষণ দেওয়া হবে এবং সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করার পরে ফাসল বিমা সহকারীকে 1. ল্যাপটপ 2. Wi-Fi ডঙ্গল সমন্বিত গ্রাহক পরিষেবা কেন্দ্র (CSC) KIT বক্স দেওয়া হবে। 3. 32 জিবি পেন ড্রাইভ 4. কর্মচারী পরিচয়পত্র 5. পারিবারিক স্বাস্থ্য বীমা কার্ড 6. ব্যক্তিগতকৃত ডায়েরি ।
খ) ফসল বিমা সহকারী সহযোগিতার বিভিন্ন পরিষেবা পরিচালনার জন্য তার বাড়িতে ভারতীয় কোঅপারেটিভ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড (বিসিজিআইএল) গ্রাহক পরিষেবা কেন্দ্র (সিএসসি) প্রতিষ্ঠা করবেন।
গ) ফসল বিমা সহকারী ভারতীয় কোঅপারেটিভ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড (BCGIL) এর প্রতিদিনের ফসল বীমা কার্যক্রম পরিচালনা করবে সময়ে সময়ে সহযোগিতা দ্বারা নির্ধারিত পদ্ধতিতে।
ঘ) ভারতীয় কোঅপারেটিভ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড (BCGIL) দ্বারা সরবরাহ করা বীমা প্রকল্প এবং বীমা পরিষেবাগুলির বিপণন এবং প্রচার এবং কর্পোরেশনের গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলিতে (CSC) বিভিন্ন পরিষেবা পরিচালনা করা ইত্যাদি।
ঙ) লিড তৈরি করা এবং সম্ভাব্য গ্রাহকদের সাথে অনুসরণ করা, পলিসি ক্রয়/নবায়নের জন্য অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ এবং কোম্পানির মান অনুযায়ী উপযুক্ত পণ্য বিপণনের মতো কাজগুলি সম্পাদন করুন।

READ MORE  27th Aug 23 চাকরীর টুকরো খবর

বয়স

18 মিনিমাম – 40 ম্যাক্সিমাম । ক্যাটাগরি ওয়াইজ ছাড় আছে ।

এডুকেশনাল কোয়ালিফিকেশন

(১) মাধ্যমিক (২) 10th পর্যন্ত বাংলা বিষয় পড়ে থাকতে হবে (কম্পালসারী/ এলেক্টিভ)

শূন্যপদ

949

Website

www.bharatinsurance.org

অফিসিয়াল নোটিফিকেশন

Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top